স্পোর্টসঃ ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াত ৪২৭। বাংলাদেশ কেন, টেস্টে যেকোনো দলের জন্যই চতুর্থ ইনিংসে এ লক্ষ্য পর্বত-সমান! তবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করেনি। হয়তো শিবনারায়াণ চন্দরপলের সেঞ্চুরির জন্যই ছিল অপেক্ষা। সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনের সকালেই ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন চন্দরপল। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪৮৯।
গতদিনের ৪ উইকেটে ২০৮ রানের সঙ্গে আজ ৬১ রান যোগ করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ৪ উইকেটে ২৬৯ তুলে ইনিংস ঘোষণার আগে চন্দরপল ১০১ রানে ও জারমেইন ব্লাকউড ৬৬ রানে অপরাজিত ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৪৭ রান করেছে। শামশুর রহমান ৩৯ রান করে টেইলরের বলে এডওয়ার্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন । তামিম ইকবাল ৮ রান নিয়ে ব্যাট করছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান