ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান সামসুল আরেফিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বিকালে রাজধানীর লালমাটিয়ায় নিজের বাসায় তার মৃত্যু হয়।
অধ্যািপক আরেফিনের বয়স হয়েছিল ৬৮ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যাালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাফি বলেন, ওই সময় বাসায় তিনি একাই ছিলেন। কয়েকদিন আগেও তার সঙ্গে দেখা করেছিলাম। তখন তিনি সুস্থই ছিলেন।
২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রোভিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
চাঁদপুরের আশেক আলী খানের সাত ছেলে-মেয়ের একজন সামসুল আরেফিন। ভাই-বোনদের মধ্যো এখন বেঁচে আছেন তিনজন। দুই ভাইয়ের মধ্যেী বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যানয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যােপক এবং মহীউদ্দীন খান আলমগীর আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তার বড় বোন নীলুফার বেগম বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান