ডেস্ক: প্রথম আফগান মহিলা পাইলট হিসেবে দেশের বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন নিলুফার রহমানি৷ কিন্তু এই ‘আইকন’ যুদ্ধ বিমান চালক আর আফগানিস্তানের হয়ে লড়াই করতে ইচ্ছুক নন৷ এখন তার পছন্দ আমেরিকা৷
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিলুফার জানালেন, "তালেবানদের হুমকিতেই দেশে থাকতে চাই না৷ সেই সঙ্গে আফগানিস্তানের পতাকার নিচে আর লড়াইও করতে চাই না৷ কারণ দেশে কিছুই বদলায়নি৷ পরিস্থিতি আগের থেকে আরও খারাপ হয়েছে। " তার এমন মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে৷ ৷ সাক্ষাৎকারে বলেছেন নীলোফার৷
বর্তমানে উচ্চ প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছেন নিলুফার৷ সেখানে মার্কিন পুরুষ ও নারী বিমান সৈনিকদের সঙ্গে পাল্লা দিয়ে প্রশিক্ষণ নিয়েছেন৷ সাফল্যের সঙ্গে ১৫ মাসের ট্রেনিংও শেষ করেছেন তিনি৷ এরপর তার সামনে ছিল আফগানিস্তানে ফিরে আরও শক্ত লড়াই করার সুযোগ৷ কিন্তু তার আগেই মত বদলে ফেলেছেন তিনি৷
সর্বপ্রথম আফগান বিমান ঘাঁটিতেই বিশেষ কপ্টার ও বিমানের ককপিটে দেখা গিয়েছিল নিলুফার রহমানিকে৷ সেখানে মার্কিন যুদ্ধ বিমান চালকদের সঙ্গেই তিনি লড়াইয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন৷ ২০১২ সালে আফগান এয়ারফোর্সের সেকেন্ড লেফট্যানেন্ট হন তিনি৷ তৈরি হয়েছিল নজির৷ আফগানিস্তানে তিনি হয়ে উঠে ছিলেন এক আইকন লেডি৷ দেশের প্রথম নারী যুদ্ধ বিমান চালক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন৷
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান