বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নীরব ভোট বেচা-কেনায় ব্যস্ত ভোটার ও প্রার্থীরা। জনপ্রতিনিধি ভোটারদের চাহিদা সাধারণ জনগণের চেয়ে বেশ উচ্চাবিলাসী। মর্যাদার লড়াইয়ে জিততে ভোটারদের সে চাহিদা পূরণ করা প্রার্থীদের জন্য ‘ওপেন সিক্রেট’।
নগদ টাকা, নানা উপহার সামগ্রী গোপনে পৌঁছে দেয়ার আশ্বাস দেয়া হচ্ছে ভোটারদের কাছে। তবে আচরণবিধি লঙ্ঘনের দায় এড়াতে প্রার্থীরা এবং সাধারণ জনগণের কাছে প্রকাশের ভয়ে (স্থানীয় জনপ্রতিনিধি) ভোটাররা ভোট কেনা-বেচার বিষয়ে মুখ খুলতে নারাজ।
ভোটারদের একাধিক সূত্র জানান, নির্বাচন ঘিরে নানা প্রলোভন দেখাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রার্থীরা সরাসরি যোগাযোগ করছেন কম। ভোটারদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- উপহার সামগ্রী দেবার প্রতিশ্রুতিতে এগিয়ে জনশ্রুতিহীন প্রার্থীরা ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান