ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে নারী কেলেংকারীর বিষয়ে মিথ্যা স্বাক্ষী দিতে অপরাগতা প্রকাশ করায় বাড়ীঘরে আগুন দিয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা করা অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার শাকুয়াই ইউনিয়নের বালিজুরি গ্রামের মৃত আঃ হাকিম মুন্সীর পুত্র আবুল কাশেমের বসতঘরে ২৩ ডিসেম্বর দিবাগত রাতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় একই গ্রামের মৃত আঃ কুদ্দুসের পুত্র সৈয়দ সুলতান (৪৫)। নারী কেলেংকারীর বিষয়ে মিথ্যা স্বাক্ষী দেওয়ার জন্য হুমকি প্রদান কওে, মিথ্যা স্বাক্ষী দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষুদ্ধ হয়ে এ ঘটনাটি ঘটায় বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ সুলতানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান