বরিশাল: বরিশাল নগরীর নিকটবর্তী কীর্তনখোলা নদীর সংযোগ খালে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসকের স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই চিকিৎসক।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হতাহতরা ভোলা থেকে স্পিডবোট করে বরিশাল আসছিলেন।
নিহত নেশপাতি বেগম (৩০) ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সরোয়ার জাহানের স্ত্রী। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে তাদের একমাত্র কন্যা সাহেরী আক্তার (১৩)। এছাড়া তিনি ও তার ভাগনে খোকন এবং বরিশাল মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রদীপ কুমার বনিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ডা. প্রদীপকে নগরীর আরিফ মোমেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের নৌ-বিভাগের ফায়ার ফাইটার মনজ অধিকারী জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বন্দর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডা. গোলাম সরোয়ারের আঘাত গুরুতর নয় বলে তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তিনি এক সময় ভোলায় কর্মরত ছিলেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে পুরনো কর্মস্থলে বেড়াতে গিয়েছিলেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান