অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

নূর হোসেনের সহযোগীদের জয় অন্তঃকোন্দলে

ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজনের কারণে বেশির ভাগ বিতর্কিত প্রার্থীই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আলোচিত সাত খুনের মামলার তদন্তে অব্যাহতি পাওয়া আসামিসহ নির্বাচিত ১৩ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা আছে।

মেয়র পদে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী বিপুল ভোটে বিজয়ী হলেও কাউন্সিলর পদে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ১৩টিতে আর বিএনপির প্রার্থীরা ১২টিতে। সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ এবং তিনটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।

স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভোটার বাসিন্দারা বলছে, দলীয় বিভাজনের কারণে এলাকায় ব্যাপক জনপ্রিয়তাও নির্বাচনী মাঠে ম্লান হয়ে গেছে। নাসিকের এলাকার শুরুর দিকে, অর্থাৎ সিদ্ধিরগঞ্জে এমন ঘটনা বেশি ঘটেছে। এ ক্ষেত্রে কারাবন্দি নূর হোসেনের নির্দেশে তাঁর অনুসারীরা কয়েকজন প্রার্থীর পক্ষে ছিল সক্রিয়। জেলা ও থানা আওয়ামী লীগের ভূমিকাও ছিল ভিন্ন। এর ফলে ২ নম্বর ওয়ার্ডে নিহত সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি সাত খুনের মামলায় অব্যাহতি পাওয়া আসামি ইকবাল হোসেনের কাছে হেরেছেন। ইকবাল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা। ৩ নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা তোফায়েল হোসেন হেরেছেন নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলের কাছে। ৪ নম্বর ওয়ার্ডে নূর হোসেনের ক্যাশিয়ার আরিফুল হক হাসান হারিয়েছেন নিহত নজরুল ইসলামের ঘনিষ্ঠ নজরুল ওরফে ছোট নজরুলকে। নজরুলের সঙ্গে নিহত স্বপনের ভাই মিজানুর রহমান খান রিপনও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে হেরেছেন।

স্থানীয় ভোটাররা বলছে, দলীয় বিভাজন ও বিএনপির প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণে সাত খুনের মতো বড় ঘটনাও নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে দলীয় মতাদর্শের সমীকরণের মারপ্যাঁচে অভিযুক্ত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন অনায়াসে। তাঁদের নিয়ে বেকায়দায় পড়তে হবে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন এবং জেলা আওয়ামী লীগকে।

২ নম্বর ওয়ার্ডে বিজয়ী স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন। নজরুল ইসলামসহ সাত খুনের মামলার এজাহারে তাঁর নাম থাকলেও পরে অভিযোগপত্র থেকে তাঁকে অব্যাহতি দেয় পুলিশ। সাত খুনের পর স্বামীর বিচার পেয়ে আলোচনায় উঠে আসা সেলিনা ইসলাম বিউটিকে হারিয়েছেন ইকবাল। স্থানীয়রা বলছে, এলাকার জনপ্রিয়তায় ইকবালের চেয়ে বিউটি এগিয়ে। তবে দলীয় নেতাকর্মীদের বিরোধিতা এবং নূর হোসেনের পক্ষের সক্রিয় বিরোধিতার কারণে বিউটি হেরেছেন। সূত্র জানায়, সাত খুনের মামলার এজাহারে ইকবাল ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন হাজিকে আসামি করেন বিউটি। এ নিয়ে বিরোধ আছে। ফলে ইয়াছিনসহ একটি পক্ষ বিউটির বিরোধিতা করে। নূর হোসেনের অনুসারীরাও তাদের পক্ষ নেওয়ায় বিজয়ী হন ইকবাল।

নির্বাচনের ফলাফলে বিমর্ষ হয়ে পড়েছেন সেলিনা ইসলাম বিউটি। গতকাল তিনি বলেন, ‘থানা সেক্রেটারি ইয়াছিন হাজি প্রকাশ্যে আমার বিরোধিতা করে। আমার লোকজনকে মাঠে কাজই করতে দেয়নি তারা। এই করে তারা বিএনপির লোককে পাস করিয়েছে। ’

এ ব্যাপারে প্রশ্ন করা হলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন হাজি বলেন, ‘বিউটি আমাদের দলের প্রার্থী ছিল না। ২ নম্বর ওয়ার্ডে চার-পাঁচজন দলীয় প্রার্থী থাকায় বিএনপির লোক পাস করেছে। ’ তিনি আরো যোগ করেন, ‘২ নম্বরে আমাদের মেয়র পাস করেছে। তবে ৩ নম্বরে দলীয় প্রার্থীদের বিরোধে বিএনপি বেশি ভোট পেয়ে গেছে। ’

৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী সাবেক ছাত্রলীগ নেতা ও নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলও সাত খুনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। ২ নম্বর ওয়ার্ডের মতোই জটিল সমীকরণে পড়ে তাঁর কাছে হেরেছেন যুবলীগ নেতা তোফায়েল হোসেন। বাদলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির আটটি মামলা এবং যশোর কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। শাহজালাল বাদলের নামে থাকা দুটি অস্ত্রের লাইসেন্স জেলা প্রশাসন ২০১৪ সালে বাতিল করেছে। সাত খুনের ঘটনার পর শাহজালাল এলাকা ছেড়ে পালিয়ে যান। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে এলাকায় ফিরে এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী আরিফুল হক হাসান ছিলেন নূর হোসেনের হিসাবরক্ষক ও সহযোগী। তাঁর বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। চলতি বছরের ২৮ এপ্রিল র্যাব-১১-এর সদস্যরা আরিফুলসহ চারজনকে মাদকসহ গ্রেপ্তার করে। পরে আরিফুলসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তাঁর প্রতিদ্বন্দ্বী যুবলীগের নেতা ছোট নজরুল ছিলেন নিহত নজরুলের ঘনিষ্ঠ। দুজনই আওয়ামী লীগ সমর্থিত। নূর হোসেনের বিরোধিতা এবং দলীয় বিভাজনে হাসান জয়ী হয়েছেন।

৭ নম্বর ওয়ার্ডে জয়ী আলী হাসান আলা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন সাত খুনের ঘটনায় নিহত স্বপনের ভাই মিজানুর রহমান খান রিপন। স্থানীয়রা বলছে, পরাজিত প্রার্থীর চেয়ে বিজয়ী প্রার্থীর এলাকায় ভাবমূর্তি খারাপ। আলার বিরুদ্ধে তিনটি মামলা আছে।

৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগের আহ্বায়ক নেতা মতিউর রহমান হলফনামায় তাঁর বিরুদ্ধে মোট ২৩টি মামলার কথা উল্লেখ করেছেন। মামলার মধ্যে একটি হত্যা মামলা চলমান রয়েছে। বাকি হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, দাঙ্গা-হাঙ্গামা প্রভৃতি মামলা থেকে তিনি হয়তো অব্যাহতি বা খালাস পেয়েছেন।

১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মো. ওমর ফারুকের বিরুদ্ধেও দুটি মামলা আছে।

১৩ নম্বর ওয়ার্ডে তৃতীয়বারের মতো কাউন্সিলর হয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক খন্দকার মাকছুদুল আলম খোরশেদ। হলফনামা অনুযায়ী বর্তমানে তাঁর বিরুদ্ধে ২৪টি মামলা চলমান রয়েছে। অতীতে ছিল আরো তিনটি। মাকছুদুল জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারের ছোট ভাই।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত বিএনপির নেতা ইসরাফিল প্রধানের বিরুদ্ধে একটি মামলা, ২১ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা হান্নান সরকারের বিরুদ্ধে তিনটি; ২২ নম্বর ওয়ার্ডে বিএনপির নেতা সুলতান আহমেদের বিরুদ্ধে চারটি, ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে তিনটি এবং ২৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী আরেক বিএনপি নেতা কামরুজ্জামান বাবুলের বিরুদ্ধে তিনটি মামলা আছে।

আওয়ামী লীগের অন্য বিজয়ীরা হলেন ৮ নম্বরে রুহুল আমিন, ১০ নম্বরে ইফতেখার আলম খোকন, ১৪ নম্বরে শফিউদ্দিন প্রধান, ১৬ নম্বরে নাজমুল আলম সজল, ১৭ নম্বরে আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু, ১৮ নম্বরে কবির হোসাইন, ১৯ নম্বরে ফয়সাল আহাম্মদ সাগর এবং ২৩ নম্বরে সাইফুদ্দিন আহম্মদ দুলাল।

বিএনপির অন্য কাউন্সিলররা হলেন ১১ নম্বরে জমশের আলী ঝন্টু, ১২ নম্বরে শওকত হাশেম শকু, ২০ নম্বরে গোলাম নবী মুরাদ এবং ২৬ নম্বরে মো. সামছুজ্জোহা। এ ছাড়া ১৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন বাসদের অসিৎ বরণ বিশ্বাস এবং ২৪ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির আফজাল হোসেন।

আওয়ামী লীগের সংরক্ষিত নারী কাউন্সিলর হয়েছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে মাকসুদা মোজাফফর; ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে মনোয়ারা বেগম; ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে মিনায়ারা বেগম; ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডে শারমিন হাবিব বিনি; ১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ডে শিউলী নওশাদ এবং ২২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডে শাওন অঙ্কন। বিএনপির নারী কাউন্সিলররা হলেন ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার দিনা; ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে আফসানা আফরোজ এবং ২৫, ২৬, ২৭ নম্বর ওয়ার্ডে হোসনে আরা। সূত্র: কালের কণ্ঠ

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ,

নূর হোসেনের সহযোগীদের জয় অন্তঃকোন্দলে

আপডেট টাইম : ০৫:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজনের কারণে বেশির ভাগ বিতর্কিত প্রার্থীই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আলোচিত সাত খুনের মামলার তদন্তে অব্যাহতি পাওয়া আসামিসহ নির্বাচিত ১৩ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা আছে।

মেয়র পদে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী বিপুল ভোটে বিজয়ী হলেও কাউন্সিলর পদে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ১৩টিতে আর বিএনপির প্রার্থীরা ১২টিতে। সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ এবং তিনটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।

স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভোটার বাসিন্দারা বলছে, দলীয় বিভাজনের কারণে এলাকায় ব্যাপক জনপ্রিয়তাও নির্বাচনী মাঠে ম্লান হয়ে গেছে। নাসিকের এলাকার শুরুর দিকে, অর্থাৎ সিদ্ধিরগঞ্জে এমন ঘটনা বেশি ঘটেছে। এ ক্ষেত্রে কারাবন্দি নূর হোসেনের নির্দেশে তাঁর অনুসারীরা কয়েকজন প্রার্থীর পক্ষে ছিল সক্রিয়। জেলা ও থানা আওয়ামী লীগের ভূমিকাও ছিল ভিন্ন। এর ফলে ২ নম্বর ওয়ার্ডে নিহত সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি সাত খুনের মামলায় অব্যাহতি পাওয়া আসামি ইকবাল হোসেনের কাছে হেরেছেন। ইকবাল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা। ৩ নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা তোফায়েল হোসেন হেরেছেন নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলের কাছে। ৪ নম্বর ওয়ার্ডে নূর হোসেনের ক্যাশিয়ার আরিফুল হক হাসান হারিয়েছেন নিহত নজরুল ইসলামের ঘনিষ্ঠ নজরুল ওরফে ছোট নজরুলকে। নজরুলের সঙ্গে নিহত স্বপনের ভাই মিজানুর রহমান খান রিপনও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে হেরেছেন।

স্থানীয় ভোটাররা বলছে, দলীয় বিভাজন ও বিএনপির প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণে সাত খুনের মতো বড় ঘটনাও নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে দলীয় মতাদর্শের সমীকরণের মারপ্যাঁচে অভিযুক্ত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন অনায়াসে। তাঁদের নিয়ে বেকায়দায় পড়তে হবে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন এবং জেলা আওয়ামী লীগকে।

২ নম্বর ওয়ার্ডে বিজয়ী স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন। নজরুল ইসলামসহ সাত খুনের মামলার এজাহারে তাঁর নাম থাকলেও পরে অভিযোগপত্র থেকে তাঁকে অব্যাহতি দেয় পুলিশ। সাত খুনের পর স্বামীর বিচার পেয়ে আলোচনায় উঠে আসা সেলিনা ইসলাম বিউটিকে হারিয়েছেন ইকবাল। স্থানীয়রা বলছে, এলাকার জনপ্রিয়তায় ইকবালের চেয়ে বিউটি এগিয়ে। তবে দলীয় নেতাকর্মীদের বিরোধিতা এবং নূর হোসেনের পক্ষের সক্রিয় বিরোধিতার কারণে বিউটি হেরেছেন। সূত্র জানায়, সাত খুনের মামলার এজাহারে ইকবাল ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন হাজিকে আসামি করেন বিউটি। এ নিয়ে বিরোধ আছে। ফলে ইয়াছিনসহ একটি পক্ষ বিউটির বিরোধিতা করে। নূর হোসেনের অনুসারীরাও তাদের পক্ষ নেওয়ায় বিজয়ী হন ইকবাল।

নির্বাচনের ফলাফলে বিমর্ষ হয়ে পড়েছেন সেলিনা ইসলাম বিউটি। গতকাল তিনি বলেন, ‘থানা সেক্রেটারি ইয়াছিন হাজি প্রকাশ্যে আমার বিরোধিতা করে। আমার লোকজনকে মাঠে কাজই করতে দেয়নি তারা। এই করে তারা বিএনপির লোককে পাস করিয়েছে। ’

এ ব্যাপারে প্রশ্ন করা হলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন হাজি বলেন, ‘বিউটি আমাদের দলের প্রার্থী ছিল না। ২ নম্বর ওয়ার্ডে চার-পাঁচজন দলীয় প্রার্থী থাকায় বিএনপির লোক পাস করেছে। ’ তিনি আরো যোগ করেন, ‘২ নম্বরে আমাদের মেয়র পাস করেছে। তবে ৩ নম্বরে দলীয় প্রার্থীদের বিরোধে বিএনপি বেশি ভোট পেয়ে গেছে। ’

৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী সাবেক ছাত্রলীগ নেতা ও নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলও সাত খুনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। ২ নম্বর ওয়ার্ডের মতোই জটিল সমীকরণে পড়ে তাঁর কাছে হেরেছেন যুবলীগ নেতা তোফায়েল হোসেন। বাদলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির আটটি মামলা এবং যশোর কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। শাহজালাল বাদলের নামে থাকা দুটি অস্ত্রের লাইসেন্স জেলা প্রশাসন ২০১৪ সালে বাতিল করেছে। সাত খুনের ঘটনার পর শাহজালাল এলাকা ছেড়ে পালিয়ে যান। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে এলাকায় ফিরে এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী আরিফুল হক হাসান ছিলেন নূর হোসেনের হিসাবরক্ষক ও সহযোগী। তাঁর বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। চলতি বছরের ২৮ এপ্রিল র্যাব-১১-এর সদস্যরা আরিফুলসহ চারজনকে মাদকসহ গ্রেপ্তার করে। পরে আরিফুলসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তাঁর প্রতিদ্বন্দ্বী যুবলীগের নেতা ছোট নজরুল ছিলেন নিহত নজরুলের ঘনিষ্ঠ। দুজনই আওয়ামী লীগ সমর্থিত। নূর হোসেনের বিরোধিতা এবং দলীয় বিভাজনে হাসান জয়ী হয়েছেন।

৭ নম্বর ওয়ার্ডে জয়ী আলী হাসান আলা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন সাত খুনের ঘটনায় নিহত স্বপনের ভাই মিজানুর রহমান খান রিপন। স্থানীয়রা বলছে, পরাজিত প্রার্থীর চেয়ে বিজয়ী প্রার্থীর এলাকায় ভাবমূর্তি খারাপ। আলার বিরুদ্ধে তিনটি মামলা আছে।

৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগের আহ্বায়ক নেতা মতিউর রহমান হলফনামায় তাঁর বিরুদ্ধে মোট ২৩টি মামলার কথা উল্লেখ করেছেন। মামলার মধ্যে একটি হত্যা মামলা চলমান রয়েছে। বাকি হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, দাঙ্গা-হাঙ্গামা প্রভৃতি মামলা থেকে তিনি হয়তো অব্যাহতি বা খালাস পেয়েছেন।

১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মো. ওমর ফারুকের বিরুদ্ধেও দুটি মামলা আছে।

১৩ নম্বর ওয়ার্ডে তৃতীয়বারের মতো কাউন্সিলর হয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক খন্দকার মাকছুদুল আলম খোরশেদ। হলফনামা অনুযায়ী বর্তমানে তাঁর বিরুদ্ধে ২৪টি মামলা চলমান রয়েছে। অতীতে ছিল আরো তিনটি। মাকছুদুল জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারের ছোট ভাই।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত বিএনপির নেতা ইসরাফিল প্রধানের বিরুদ্ধে একটি মামলা, ২১ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা হান্নান সরকারের বিরুদ্ধে তিনটি; ২২ নম্বর ওয়ার্ডে বিএনপির নেতা সুলতান আহমেদের বিরুদ্ধে চারটি, ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে তিনটি এবং ২৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী আরেক বিএনপি নেতা কামরুজ্জামান বাবুলের বিরুদ্ধে তিনটি মামলা আছে।

আওয়ামী লীগের অন্য বিজয়ীরা হলেন ৮ নম্বরে রুহুল আমিন, ১০ নম্বরে ইফতেখার আলম খোকন, ১৪ নম্বরে শফিউদ্দিন প্রধান, ১৬ নম্বরে নাজমুল আলম সজল, ১৭ নম্বরে আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু, ১৮ নম্বরে কবির হোসাইন, ১৯ নম্বরে ফয়সাল আহাম্মদ সাগর এবং ২৩ নম্বরে সাইফুদ্দিন আহম্মদ দুলাল।

বিএনপির অন্য কাউন্সিলররা হলেন ১১ নম্বরে জমশের আলী ঝন্টু, ১২ নম্বরে শওকত হাশেম শকু, ২০ নম্বরে গোলাম নবী মুরাদ এবং ২৬ নম্বরে মো. সামছুজ্জোহা। এ ছাড়া ১৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন বাসদের অসিৎ বরণ বিশ্বাস এবং ২৪ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির আফজাল হোসেন।

আওয়ামী লীগের সংরক্ষিত নারী কাউন্সিলর হয়েছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে মাকসুদা মোজাফফর; ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে মনোয়ারা বেগম; ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে মিনায়ারা বেগম; ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডে শারমিন হাবিব বিনি; ১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ডে শিউলী নওশাদ এবং ২২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডে শাওন অঙ্কন। বিএনপির নারী কাউন্সিলররা হলেন ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার দিনা; ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে আফসানা আফরোজ এবং ২৫, ২৬, ২৭ নম্বর ওয়ার্ডে হোসনে আরা। সূত্র: কালের কণ্ঠ