ডেস্ক : সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের মাধ্যমে ‘দুই বিজয়’ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, এই নির্বাচন দুটি বিজয় এনে দিয়েছে আমাদের জন্য। নৌকার বিজয় আওয়ামী লীগের বিজয়। অপরদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরে সরকার অর্জন করেছে আরেকটি বিজয়।
এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রায় ১ লাখ ৭৪ হাজার ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থীকে ৭৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
দলটির নীতি নির্ধারকদের ভাষ্যমতে, এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে ঊর্ধ্বমুখী সেটা বোঝা যাচ্ছে। একইসঙ্গে এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আত্মবিশ্বাস বাড়বে। যে নির্বাচন নিয়ে বিএনপি কোনো কারচুপি বা অনিয়মের জোরালো অভিযোগ তুলতে পারেনি। এই নির্বাচন প্রমাণ করে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব।
এ নির্বাচনে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ‘ক্ষমতায় থেকেও যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদন করা সম্ভব আওয়ামী লীগ তা প্রমাণ করেছে। নারায়ণগঞ্জ নির্বাচন নিরপেক্ষতার দিক থেকে ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। যোগ্য, দক্ষ ও সাহসী নেতৃত্ব জনগণ চায়-এটা আরেকবার প্রমাণ করেছে নারায়ণগঞ্জে আইভীর বিজয়।’
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেখানকার মানুষ নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রগতির পক্ষে রায় দিয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণীত হয়েছে এতোদিন যারা অভিযোগ করছিলো তাদের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে এটা আবার প্রমাণীত হয়েছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা করা হবে।’
এ প্রসঙ্গে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচনে মানুষ শেখ হাসিনার মনোনীত সঠিক নেতৃত্বের পক্ষে রায় দিয়েছে। একজন প্রকৃত রাজনীতিবিদকে বিজয়ী করে সেখানকার মানুষ রাজনীতিবিদদের সম্মান করেছেন।’
তিনি বলেন, ‘বিএনপি যে দ্বি-চারিতার রাজনীতি করে এটা এখন প্রমাণীত। এক দিক থেকে তারা একটি নির্বাচনে অংশগ্রহণ করলো না, অন্য দিকে তারা একটি নির্বাচনে অংশগ্রহণ করে দেখলো এই নির্বাচন কমিশন ও সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। এর মাধ্যমে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার যে অপচেষ্টায় ছিলো, তা ব্যর্থ হয়েছে।’