ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট।
শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলার মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে স্লোগান দেন ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা।
এর আগে একই প্রতিবাদ জানিয়ে বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা সারা বিশ্বের মুসলমানসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান রোহিঙ্গা ইস্যুতে একটি তহবিল গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন, একসঙ্গে এমন একটা প্রতিবাদ আমরা করি, যে লক্ষ লক্ষ মানুষ যদি রাস্তায় নেমে আসে তাহলে ইনশাল্লাহ দুনিয়ার দৃষ্টি এদিকে আসবে এবং প্রকৃতভাবেই দুনিয়ার মুসলমানদের পাশে আমরা দাঁড়াতে পারব।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান