চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরের শেখপাড়ায় পাথরবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে জাফরপুরে যাত্রীবাহিবাস ও আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত গাড়ী)’র সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মোকাম আলীর ছেলে শাহেব আলী (২০) ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার আব্দুর রাজ্জাকের মেয়ে ও দামুড়হুদা উপজেলা শহরের দশমীপাড়ার জাকিরের স্ত্রী নাসরীন (৩০) ও নিহত নাসরিনের ছেলে নিবিড় (৭) মাস।
এ সময় মারাত্বক আহত হয়েছেন- জীবননগর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে নিহত নাসরীনের ভাই ও সদ্য নৌবাহিনীতে চাকরি পাওয়া জাহিদ (২০)।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল খালেক জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের দশমী পাড়ার জাকির হোসেনের স্ত্রী নাসরীন, তার ভাই জাহিদ, খালাতো ভাই শাহেব আলী ও শিশুপুত্র নিবিড়কে নিয়ে মোটরসাইকেল চেপে বাবার বাড়ি আন্দুলবাড়ীয়া যাচ্ছিল। পথিমধ্যে তারা জয়রামপুর শেখ পাড়ার পৌছালে দর্শনার দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট-১৮-৯৫১০) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ সময় জাহিদ মারাত্মক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জন সাধারণ ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। খবর পেয়ে দর্শনা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দামুড়হুদার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এদিকে একইদিন দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুরে যাত্রীবাহিবাস ও আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি)’র সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।