পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার একটি ডোবা থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সারেংকাটি ইউনিয়নের করফা গ্রামের ওই ডোবা থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে স্বরূপকাঠী উপজেলার সারেংকাটি ইউনিয়নের করফা গ্রামের একটি ডোবায় স্থানীয় মানুষজন মাছ ধরার জন্য পানি সেচ করে। পানি সেচ শেষে ডোবায় মাথার খুলি হাড়গোড় ও কঙ্গাল দেখেতে পান। স্থানীয় লোকজনের মাঝে বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে বিকালে বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালগুলো উদ্ধার করে।
নেছারাবাদ থানা (স্বরূপকাঠী) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, স্থাানীয়রা থানা পুলিশে খবর দেয়। আমরা গিয়ে ওই ডোবা থেকে মানুষের মাথার খুলিসহ ছোটবড় প্রায় ৭০ পিস হাড়গোড় উদ্ধার করি। বর্তমানে থানায় রয়েছে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুরে মর্গে পাঠানো হবে।