কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা দুইটি নৌকা করে নাফ নদী পার হয়ে টেকনাফে আসে।
এ সময় নৌকা দুটিতে থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করে বিজিবি।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, “আজ শুক্রবার সকালে উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই দুটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যদের বাধার মুখে তারা মিয়ানমারে ফিলে যেতে বাধ্য হয়। ” ওই দুই নৌকায় ৩৬ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ ছিল বলে জানান তিনি।