লিবিয়ার বিমান ছিনতাই সংকটের অবসান হয়েছে। আরোহীদের সবাই মুক্ত হয়েছেন। দুই ছিনতাইকারী আত্মসমর্পণ করেছে।
লিবিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আফ্রিকিয়াহ এয়ারওয়েজের এয়ারবাস-এ৩২০ বিমানটিতে ২৮ জন নারী এবং এক শিশুসহ ১১৮ জন যাত্রী ও ক্রু ছিলেন।
শুক্রবার লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাবহা শহর থেকে অভ্যন্তরীণ রুটের বিমানটি রাজধানী ত্রিপোলি যাচ্ছিল। দুই যাত্রী বিমানটি উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মাল্টায় অবতরণ করতে পাইলটকে বাধ্য করেন।
মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা জানিয়েছে, বিমানটি ছিনতাইয়ে জড়িত দুই ব্যক্তি নিজেদের নিহত লিবীয় নেতা গাদ্দাফি সমর্থক ‘আল ফাতাহ আল গাদিদা’ দলের সদস্য বলে পরিচয় দিয়েছে। তাদের কাছে হ্যান্ড গ্রেনেড আছে বলেও তারা দাবি করে।
বিমানটি মাল্টায় অবতরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে স্পেশাল ফোর্সের সদস্যরা। এসময় ছিনতাইকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।
একপর্যায়ে নারী, শিশু ও ফ্লাইট ক্রুসহ ১০৯ জনকে ছেড়ে দেয় ছিনতাইকারীরা। তবে দাবি আদায়ের কথা বলে সাতজন ক্রু-কে জিম্মি করে রাখে তারা।
শেষ পর্যন্ত বাকি ক্রুদেরও মুক্তি দেয়া হয়। আর দুই ছিনতাইকারী আত্মসমর্পণ করলে বিমান ছিনতাই সংকটের অবসান হয়।
মাল্টার প্রধানমন্ত্রী যোসেফ মাসকাট টুইটারে জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ সব যাত্রী ও ক্রু মুক্ত হয়েছেন। ছিনতাইকারীরা আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।