রাজী মোহাম্মদ ফখরুল তাঁর এলাকার সব ভোটার ও সদস্য প্রার্থীদের ডেকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও নৌবাহিনীর সাবেক প্রধান আবু তাহেরের পক্ষে প্রচারণা চালান।
কুমিল্লা জেলা নির্বাচন অফিসের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ধরনের সভা করার কোনো সুযোগ নেই। এটা নির্বাচনী আইন ২২ এর সুস্পষ্ট লঙ্ঘন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, "কারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না- তা ধারা ২ এর ১৪ এ স্পষ্ট রয়েছে। আর সংসদ সদস্যদের ব্যাপারে ধারা ২২ এ তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। " তিনি বলেন, "লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। "
মতবিনিময় সভায় কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দেবীদ্বার ওয়ার্ডে চারজন সদস্য প্রার্থী খন্দকার মো. গোলাম মোস্তফা. শিরিন সুলতানা, মো. শাহজাহান সরকার, ময়নাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রার্থী ও ভোটারদের সঙ্গে রাতের খাবার খান রাজী মোহাম্মদ ফখরুল।
সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটারে কাছ থেকে জানা গেছে, রাজী মোহাম্মদ ফখরুল মতবিনিময়কালে ভোটারদের আওয়ামী লীগের চেয়ারমান প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন। সেইসঙ্গে সদস্য প্রার্থী একাধিক হওয়ায় নিজ নিজ পছন্দমতো তাদের ভোট দিতে বলেন। তবে একজন নারী প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি মত প্রকাশ করেন। এ ব্যাপারে রাজি মোহাম্মদ ফখরুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান