কিশোরগঞ্জের তাড়াইলে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম সংলগ্ন জইরা বিলে এ ঘটনা ঘটে।
বিষক্রিয়ায় বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ওই বিলের প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এর আগে ওই বিলে আরও দুইবার শত্রুতাবশত একইভাবে মাছ নিধন করা হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
বুধবার রাতে এ বিষ প্রয়োগ করা হয় বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরুহা গ্রামের ফাইজুল ইসলাম, গোলাপ ভূঁইয়াসহ ১০/১২ জন মিলে নিজেদের জমি ও খাদসহ এলাকার লোকজনের খাদ ভাড়া নিয়ে বরুহা গ্রামের পশ্চিম পাশের জইরা বিলের মাছ চাষ করে আসছিলেন।
বর্ষায় উন্মুক্ত থাকায় বাইরের মাছও বিলটিতে এসে জড়ো হয়। গত বুধাবার রাতের কোন এক সময় কে বা কারা বিলটিতে বিষ ঢেলে দেয়। এতে বৃহস্পতিবার সকাল থেকে মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে।
শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিষক্রিয়ায় চাষ করা রুই, কাতল, কার্ফু, মৃগেল, বোয়াল, শোল, আইড়, বাইন, পুঁটি টেংরা জাতীয় মাছ মরে ভেসে উঠছে। গ্রামের লোকজন এসব মাছ তুলে নিয়ে যাচ্ছে। আবার অনেকেই বিল থেকে মাছ তুলে নিয়ে শুঁটকি দিচ্ছেন।
বরুহা গ্রামের চান্দু মিয়া, আমিনুল ইসলামসহ কয়েকজন জানান, এর আগে আরও দুইবার বিলটিতে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। কিন্তু তখন পানি বেশি থাকায় ক্ষতি কম হয়েছে। এখন পানি কমে যাওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে।
দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঁইয়া যুগান্তরকে বলেন, এটা দুবৃর্ত্তদের কাজ। বিলটিতে বিষ দেয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারা মাছ চাষ করেছিলেন, তারা নিঃস্ব হয়ে পড়েছেন।। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত।
তাড়াইল থানার ওসি খন্দোকার শওকত জাহান যুগান্তরকে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান