অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

শত্রুতার বিষে ভেসে উঠেছে ১৫ লাখ টাকার মাছ!

কিশোরগঞ্জের তাড়াইলে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম সংলগ্ন জইরা বিলে এ ঘটনা ঘটে।

বিষক্রিয়ায় বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ওই বিলের প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এর আগে ওই বিলে আরও দুইবার শত্রুতাবশত একইভাবে মাছ নিধন করা হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।

বুধবার রাতে এ বিষ প্রয়োগ করা হয় বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরুহা গ্রামের ফাইজুল ইসলাম, গোলাপ ভূঁইয়াসহ ১০/১২ জন মিলে নিজেদের জমি ও খাদসহ এলাকার লোকজনের খাদ ভাড়া নিয়ে বরুহা গ্রামের পশ্চিম পাশের জইরা বিলের মাছ চাষ করে আসছিলেন।

বর্ষায় উন্মুক্ত থাকায় বাইরের মাছও বিলটিতে এসে জড়ো হয়। গত বুধাবার রাতের কোন এক সময় কে বা কারা বিলটিতে বিষ ঢেলে দেয়। এতে বৃহস্পতিবার সকাল থেকে মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে।

শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিষক্রিয়ায় চাষ করা রুই, কাতল, কার্ফু, মৃগেল, বোয়াল, শোল, আইড়, বাইন, পুঁটি টেংরা জাতীয় মাছ মরে ভেসে উঠছে। গ্রামের লোকজন এসব মাছ তুলে নিয়ে যাচ্ছে। আবার অনেকেই বিল থেকে মাছ তুলে নিয়ে শুঁটকি দিচ্ছেন।

বরুহা গ্রামের চান্দু মিয়া, আমিনুল ইসলামসহ কয়েকজন জানান, এর আগে আরও দুইবার বিলটিতে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। কিন্তু তখন পানি বেশি থাকায় ক্ষতি কম হয়েছে। এখন পানি কমে যাওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে।

দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঁইয়া যুগান্তরকে বলেন, এটা দুবৃর্ত্তদের কাজ। বিলটিতে বিষ দেয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারা মাছ চাষ করেছিলেন, তারা নিঃস্ব হয়ে পড়েছেন।। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত।

তাড়াইল থানার ওসি খন্দোকার শওকত জাহান যুগান্তরকে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন

শত্রুতার বিষে ভেসে উঠেছে ১৫ লাখ টাকার মাছ!

আপডেট টাইম : ০২:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

কিশোরগঞ্জের তাড়াইলে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম সংলগ্ন জইরা বিলে এ ঘটনা ঘটে।

বিষক্রিয়ায় বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ওই বিলের প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এর আগে ওই বিলে আরও দুইবার শত্রুতাবশত একইভাবে মাছ নিধন করা হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।

বুধবার রাতে এ বিষ প্রয়োগ করা হয় বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরুহা গ্রামের ফাইজুল ইসলাম, গোলাপ ভূঁইয়াসহ ১০/১২ জন মিলে নিজেদের জমি ও খাদসহ এলাকার লোকজনের খাদ ভাড়া নিয়ে বরুহা গ্রামের পশ্চিম পাশের জইরা বিলের মাছ চাষ করে আসছিলেন।

বর্ষায় উন্মুক্ত থাকায় বাইরের মাছও বিলটিতে এসে জড়ো হয়। গত বুধাবার রাতের কোন এক সময় কে বা কারা বিলটিতে বিষ ঢেলে দেয়। এতে বৃহস্পতিবার সকাল থেকে মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে।

শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিষক্রিয়ায় চাষ করা রুই, কাতল, কার্ফু, মৃগেল, বোয়াল, শোল, আইড়, বাইন, পুঁটি টেংরা জাতীয় মাছ মরে ভেসে উঠছে। গ্রামের লোকজন এসব মাছ তুলে নিয়ে যাচ্ছে। আবার অনেকেই বিল থেকে মাছ তুলে নিয়ে শুঁটকি দিচ্ছেন।

বরুহা গ্রামের চান্দু মিয়া, আমিনুল ইসলামসহ কয়েকজন জানান, এর আগে আরও দুইবার বিলটিতে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। কিন্তু তখন পানি বেশি থাকায় ক্ষতি কম হয়েছে। এখন পানি কমে যাওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে।

দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঁইয়া যুগান্তরকে বলেন, এটা দুবৃর্ত্তদের কাজ। বিলটিতে বিষ দেয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারা মাছ চাষ করেছিলেন, তারা নিঃস্ব হয়ে পড়েছেন।। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত।

তাড়াইল থানার ওসি খন্দোকার শওকত জাহান যুগান্তরকে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।