শতাধিক যাত্রী নিয়ে লিবিয়ার একটি উড়োজাহাজকে মাল্টায় অবতরণে বাধ্য করা হয়েছে, যাকে বিমান ছিনতাইয়ের ঘটনা বলে মনে করছে মাল্টা সরকার।
বিবিসি জানিয়েছে, আফ্রিকিয়া এয়ারওয়েজের ওই ফ্লাইটে ১১৮ জন আরোহী ছিলেন। লিবিয়ার আকাশে থাকা অবস্থায় এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটিকে ঘুরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিবিসি লিখেছে, দুই ব্যক্তি বোমা ফাটানোর হুমকি দিয়ে বিমানটির চালককে মাল্টায় যেতে বাধ্য করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান