শতাধিক যাত্রী নিয়ে লিবিয়ার একটি উড়োজাহাজকে মাল্টায় অবতরণে বাধ্য করা হয়েছে, যাকে বিমান ছিনতাইয়ের ঘটনা বলে মনে করছে মাল্টা সরকার।
বিবিসি জানিয়েছে, আফ্রিকিয়া এয়ারওয়েজের ওই ফ্লাইটে ১১৮ জন আরোহী ছিলেন। লিবিয়ার আকাশে থাকা অবস্থায় এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটিকে ঘুরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিবিসি লিখেছে, দুই ব্যক্তি বোমা ফাটানোর হুমকি দিয়ে বিমানটির চালককে মাল্টায় যেতে বাধ্য করে।