নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিশু ছাত্রী ও আন্ডারচর গ্রামের রফিক উল্যার শিশু মেয়েকে (১১) অপহরণের ১০ দিন পর উদ্ধার করা হয়েছে। ঐ শিশু ছাত্রীকে অপহরণ ও নির্যাতনের ঘটনা লাখ টাকায় আড়াল করার চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালী মহল- এমন অভিযোগ এলাকাবাসীর মুখে মুখে।
অপহরণের বিষয়টি স্বীকার করলেও নির্যাতনের বিষয়ে মুখ খুলতে রাজি নন ভিকটিমের পরিবার। নির্যাতিত শিশু ছাত্রীর শারীরিক আবস্থা গুরুতর দেখে ২০ ডিসেম্বর সকালে তাকে নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করায় পরিবারের সদস্যরা। বর্তমানে ভিকটিম হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
সুধারাম থানার এসআই বিপুল কুমার ঘোষ বলেন, শিশু ছাত্রীকে অপহরণ করা হয়েছে এ ধরনের একটি অভিযোগ পেয়ে অভিযুক্ত নোমানের বাড়িতে গিয়ে ২৪ ঘন্টার ভিতরে ঐ স্কুল ছাত্রীকে হাজির করার নির্দেশ দেয়া হয়েছিল। পরের দিন স্কুল ছাত্রীকে স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিনের নিকট পৌঁছে দেয় নোমানের পরিবার। পরে বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে সমাধান হয়েছে বলে অভিযোগকারী নিজাম উদ্দিন অভিযোগ প্রত্যাহার করে নেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান