জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামকে বড় ব্যবধানে হারাল রংপুর বিভাগ। রংপুরের প্রথম ইনিংসের ৪৫০ রানের জবাবে মাত্র ১৮২ রানে গুটিয়ে যাওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেনি।
তবে ইনিংস পরাজয় এড়াতে পেরেছে। ফলে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। ৮টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন ইয়াসির। চট্টগ্রামকে ২৯৭ রানের গুটিয়ে দিয়ে ৩০ রানের লক্ষ্য পায় রংপুর। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন আহমেদ ও লিটন দাস ৫.২ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে দেন দলকে। দুটি চার ও একটি ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন সায়মন, দুটি বাউন্ডারিতে ১২ রানে অপরাজিত থাকেন লিটন।
৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার আরিফুল হক। দুটি করে উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ ও আলাউদ্দিন বাবু। প্রথম ইনিংসে ১২১ রান করার সঙ্গে ম্যাচে ৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শুভ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান