ডেস্ক: ইটালির ‘আনসা’ সংসাদ সংস্থা ও সেই সঙ্গে ‘করিয়েরে দেল্লা সেরা’ দৈনিকের খবর অনুযায়ী, বার্লিন ট্রাক আক্রমণের সম্ভাব্য আততায়ী আনিস আমরি মিলানে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছে৷
মিলানের সেস্তো সান জিওভানি এলাকায় একটি নিয়মমাফিক পুলিশি তল্লাসিতে পুলিশ আমরির আইডি কাগজপত্র দেখতে চাইলে, আমরি তার ব্যাকপ্যাক থেকে একটি আগ্নেয়াস্ত্র বার করে৷ পরবর্তী গুলিযুদ্ধে একজন পুলিশ অফিসার আহত ও আমরি নিহত হয়, বলে এপি সংবাদ সংস্থার বিবরণে প্রকাশ৷
এপি-র সূত্র আনসা সংসাদ সংস্থা জনিয়েছে, নিহত ব্যক্তি যে আনিস আমরি, মিলান ও রোমের বিভিন্ন সূত্র তা নিশ্চিত করেছে৷ সূত্র: ডিডাব্লিউ