মাদারীপুর: নির্বাচনে বিএনপি যখন হেরে যায়, তখন মিথ্যাচার শুরু করে। এটা তাদের অভ্যাসের পাশাপাশি চরিত্র হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার সকালে মাদারীপুর শহরের শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে গার্লস গাইডের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন তার নিজের ভোটকেন্দ্রেও পিছিয়ে পড়েছেন। এ কেন্দ্রটি নিজের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। সেখানের জনগণও তাকে বেশি ভোট দেয়নি।
তিনি আরও বলেন, যখন কেউ নির্বাচনে হেরে যায়, তখন তাদের গণতান্ত্রিক মূল্যবোধের দিকে তাকিয়ে বলা উচিত, ফলাফল মেনে নিলাম। কিন্তু বিএনপি নির্বাচনে হেরে গিয়ে ভোট কারচুপির কথা বলে এটাই তাদের আসল চরিত্র।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান