ডেস্ক: সংসদে রাজনীতিবিদরা যখন নানা সমস্যা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে একে অপরকে জর্জরিত করছেন ঠিক একই সময়ে ঘুমাতে দেখা গেছে রাহুল গান্ধীকে। এ ঘটনা একাধিকবার ঘটেছে।
ভারতের গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সহ-সভাপতির এমন আচরণ নিয়ে অনেকেই ঠাট্টা করেছেন। কিন্তু সেসবের চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন বিজেপির মহাজন নামের এক নেতা। তিনি এ আচরণের জন্য রাহুল গান্ধীকে 'ঘুমন্ত সুন্দরী' (স্লিপিং বিউটি) হিসেবে আখ্যায়িত করেছেন। খবর হিন্দুস্থান টাইমসের।
বিজেপির ওই নেতা বলেন, আমি যখনই সংসদে এসেছি, তাকে ঘুমাতে দেখেছি। এজন্য তার নাম রেখেছি ঘুমন্ত সুন্দরী। রাহুলের জাগার সময় এসেছে। দেশ জেগে উঠেছে, তারও জেগে ওঠা উচিত। অর্থহীন আন্দোলনের গান গাওয়া বন্ধ করা উচিত। দেশ এগিয়ে যাচ্ছে। ভারতের স্বর্ণ যুগ শুরু হয়েছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে রাহুল বলেন, 'তার দুর্নীতি নিয়ে কথা বললে ভূমিকম্পের মতো প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। ' এ সম্পর্কে মহাজন বলেন, রাহুল ভূমিকম্পের কথা বলে। কিন্তু তার জন্য কংগ্রেসকেই ভূমিকম্পের (বিপদে পড়া) শিকার হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান