ডেস্ক : তুরস্কে নিহত রাশিয়ার কূটনীতিক আন্দ্রেই কারলোভেকে লাল গোলাপ হাতে বিনম্র শ্রদ্ধায় বিদায় জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে আরো অংশ নেন কারলোভের আত্মীয় স্বজন ও দীর্ঘ দিনের সহকর্মী বন্ধুরা।
মঙ্গলবার তুরস্কে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তৃতাকালে মেভলুত মার্ট আলতিনতাস নামক অফ-ডিউটিরত এক পুলিশ সদস্যের গুলিতে নিহত হন এই কূটনীতিক।
গুলি করার সময় সেই পুলিশ কর্মকর্তা চিৎকার করে বলেছিলেন, ‘সিরিয়াকে ভুলে যেও না’ ‘আলেপ্পোকে ভুলে যেও না’ ‘আল্লাহু আকবার’।
নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের হয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন কারলোভ। কারলোভোর মৃত্যুকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে রাশিয়া আর তুরস্ক।
অনেকেই মনে করছে এই হামলা ফেতুল্লাহ গুলেন গ্রুপের কাজ যারা গত জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যুথানের নেপথ্যে কাজ করেছিলো।
এর আগে কারলোভের অন্তোষ্টক্রিয়ার অংশ নিয়ে কারলোভের কফিনে লাল গোলাপ রাখেন পুতিন। কারলোভের আত্মীয় স্বজনদের সাথেও কথা বলেন তিনি। তবে তিনি কোন বিবৃতি দেননি।
এদিকে নিহত আন্দ্রেই কারলোভকে মরনোত্তর ‘হিরো অব দ্য রাশিয়া’ পুরষ্কারে ভূষিত করেছে রাশিয়া।
সূত্র: ডেইলি মেইল
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান