ডেস্ক: শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামীর উপস্থিতিতে প্রকাশ্যে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন এক যুবতী। লাঠির আঘাতে মাথা ফেটে গেছে তার।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোকজন দাঁড়িয়ে থাকলেও, কেউ-ই হামলাকারীদের নিরস্ত্র করার চেষ্টা করেননি। ভারতের উত্তরপ্রদেশের সামশেরগঞ্জের মানপুরীর এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার করা হয়নি কাউকেই।
ঘটনার সময় উপস্থিত একজনের স্মার্টফোনে করা ভিডিওর ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওর সূত্র ধরেই চিহ্নিত করা গেছে অপরাধীদের।
পুলিশ জানিয়েছে, সামশেরগঞ্জের কিশনিতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন অরবিন্দ তিওয়ারি। বাড়ির পাশের একটি দোকানে যাবেন বলে সোমবার দুপুরে একসঙ্গে বেরিয়েছিলেন তারা। কিশানি বাইপাস রোডে দোকানের খোঁজ করার সময় ধ্যান সিংহ যাদব নামে স্থানীয় এক যুবক স্বামী অরবিন্দের সামনেই যুবতীর শ্লীলতাহানির চেষ্টা করে। তার আগে অশ্লীল কটূক্তিও করা হয়। গায়ের ওড়না ধরে টান দেয়।
অরবিন্দ প্রতিবাদ করতে গেলে, এক বন্ধুকে সঙ্গে নিয়ে অরবিন্দকে বেধড়ক পিটুনি দেয় ওই অভিযুক্ত। বাধা দিতে গেলে পেটানো হয় যুবতীকেও। পুলিশ জানিয়েছে, লাঠির আঘাতে অরবিন্দের স্ত্রীর মাথা ফেটে গেছে।
নিগৃহীত দম্পত্তির অভিযোগ, আনন্দ যাদবের পুত্র ধ্যান সিংহ যাদব এলাকার সন্ত্রসী। তাই জনসমক্ষে এই নিগ্রহের ঘটনা ঘটলেও, পুলিশের সামনে কোনও একজনও ভয়ে মুখ খোলেনি। দোকানদার থেকে শুরু করে আশপাশের লোকজন, সবারই মুখ বন্ধ।
কিশনি পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই তারা তদন্ত শুরু করেছে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান