পাবনার চাটমোহরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে মা-মেয়েসহ দুই গার্মেন্ট কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ গণধর্ষণের শিকার শিশুসহ তিনজনকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, গার্মেন্টেস-এ চাকুরির সুবাদে হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের প্রবাসী সোহেল রানা ওরফে পলু’র দ্বিতীয় স্ত্রী সীমা খাতুনের সঙ্গে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকার এক নারীর (২৮) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
সম্প্রতি ওই নারী তার মেয়ে (১২) ও একই এলাকার অন্য এক নারীসহ সুমির বাড়িতে বেড়াতে যান। সেখানে সোহেলের প্রথম স্ত্রী রোজিনা খাতুন এবং দ্বিতীয় স্ত্রী সীমা খাতুন বসবাস করেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে আশুলিয়া থেকে বেড়াতে আসা মা-মেয়েসহ ওপর নারীকে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা তাদের পার্শ্ববর্তী গজারগাড়ী বিলে নিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়।
এলাকাবাসী পুলিশকে এ খবর জানালে ভোর রাতে শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসী সোহেল রানার দুই স্ত্রী রোজিনা ও সীমা খাতুনকে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন, ‘বেড়াতে এসে ধর্ষণের শিকারের ঘটনা অমানবিক। এর মধ্যে একটি ১২-১৩ বছরের শিশুও রয়েছে। ওই দিন এলাকায় ইসলামী জলসা থাকায় অধিকাংশ মানুষ বাড়িতে ছিলো না।’
চাটমোহর থানার ওসি একরামুল হক সরকার জানান, এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের ডাক্তারি পরীক্ষার জন্য পাবনায় পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসী সোহেল রানার দুই স্ত্রী রোজিনা ও সীমা খাতুন, সাইফুল ইসলাম এবং মাসুদ রানাকে আটক করা হয়েছে। তাদের চাটমোহরর থানায় রেখে জিহ্জাসাবাদ করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান