বাংলার খবর২৪.কম, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বুধবার। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ঘোষিত সময় সূচি অনুযায়ী বুধবার ‘এ’ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিট জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২০ সেপ্টেম্বর ‘বি’ ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ ও ‘এইচ’ ইউনিট আইআইটি, ২১ সেপ্টেম্বর ‘ই’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ও ‘জি’ ইউনিট আইবিএ-জেইউ, ২২ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট কলা ও মানবিকী অনুষদ এবং শেষদিন ২৩ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিট আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। ভর্তি পরীক্ষার জন্য ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষার তারিখ ও সময় টেলিটক কর্তৃক ‘এসএমএস’র মাধ্যমে জানানো হবে। পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এক শিফ্টের ছাত্রছাত্রী কোন অবস্থাতেই অন্য শিফটে পরীক্ষা দিতে পারবে না। তবে যে সব পরীক্ষার্থী ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা প্রতি ইউনিটের পরীক্ষার সর্বশেষ শিফটে ইউনিট অফিস কর্তৃক নির্ধারিত কক্ষে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রায় দুই হাজার আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৬ হাজার টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বে ৯৮ জন শিক্ষার্থী
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান