চলতি অর্থবছরের সাড়ে ছয় মাসে( ১ জুলাই/১৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত) মোট খাদ্য আমদানি করা হয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ৮ টন। এর মধ্যে গম আমদানি হয়েছে ২৬ লাখ ৭৮ হাজার ৪৭ টন আর চাল আমদানি হয়েছে ৭ হাজার ৬১ টন। সরকার ৯৯ হাজার ৯৬ টন গম আমদানি করেছে। আর বাকি খাদ্য আমদানি হয়েছে বেসরকারি ভাবে।
গত অর্থবছরে মোট খাদ্য আমদানি হয়েছিল ৪৬ লাখ ২৩ হাজার ৪৮ টন। অপরদিকে সরকারি ভাবে খাদ্যের মজুদ গত ১৬ ডিসেম্বরে এসে দাড়ায় ৬ লাখ ৪৫ হাজার ২৬ টন। এর মধ্যে আছে ৪ লাখ ৩৬ হাজার ৮৪ টন আর গম আছে ২ লাখ ৮ হাজার ৪২ টন। গত ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি ভাবে অভ্যন্তরীণ খাত থেকে ১৪ হাজার ৫ টন আমন চাল, ৫ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৬ লাখ ৬৯ হাজার ৫৭৭ টন ধান ও ৫ লাখ ৮৫ হাজার ৬৩২ টন রোবো চাল সংগ্রহ করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান