ডেস্ক: বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে প্রার্থীদের মাঝে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও একই প্রশ্ন। কে বসছেন নগর পিতার চেয়ারে। কে হাসছেন শেষ হাসি। এই মুহূর্তে আমাদের অপেক্ষা করতে হবে কয়েক ঘণ্টা।
পরস্পর বিরোধী অভিযোগ, উন্নয়ন, প্রতিশ্রুতির আশ্বাসের পর এবার নগর অভিভাবককে নির্বাচিত করতে যাচ্ছেন নগরবাসী। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী এবং বিরোধী দল বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শঙ্কা প্রকাশ করলেও আইভী ইতিমধ্যেই জয় পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাখাওয়াতকে মিষ্টি খাওয়ানোর প্রস্তাব দিয়েছেন।
যা নিয়ে এখন উৎসাহী হয়ে দেখার অপেক্ষায় রয়েছেন, আসলে নির্বাচনের পরদিন অর্থাৎ শুক্রবার (২৩ ডিসেম্বর) কে কাকে মিষ্টি খাওয়াচ্ছেন? আইভীকে সাখাওয়াত নাকি সাখাওয়াতকে আইভী।
ইতিমধ্যেই নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত একটি জাতীয় পত্রিকার গোল টেবিল বৈঠকে আইভী বলেছেন, যদি নির্বাচনে তিনি পরাজিত হন তাহলে পরদিন সাখাওয়াতের বাসায় গিয়ে নাস্তা করবেন। আর যদি তিনি বিজয়ী হন তাহলে সাখাওয়াত তার বাসায় মিষ্টি খেতে আসবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান