শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল শুরু করা বাংলাদেশ শুভসূচনা পেয়েছে। আফগানিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জাবির-সোহেলরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম সেটে ২৫-১৫ পয়েন্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে পরের সেটেই ২৫-১৮ ব্যবধানের জয়ে সমতা ফেরায় আফগানিস্তান।
দারুণ লড়াইয়ের পর তৃতীয় ও চতুর্থ সেটে যথাক্রমে ২৫-১৬, ২৫-১৯ ব্যবধানে জিতে বাংলাদেশ। স্বাগতিকদের অধিনায়ক সাঈদ আল জাবির ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন।
জয়ের শুরু পাওয়ায় জাবির, “আগেই বলেছিলাম, প্রথম ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জিততে চাই। জয় পাওয়ায় অবশ্যই ভালো লাগেছে।”
“দ্বিতীয় সেট হারলেও আমরা আত্মবিশ্বাস হারায়নি। আসলে ভলিবলে এমন হতেই পারে। যে কেউ ঘুরে দাঁড়াতে পারে। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা জিতব।”
আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গত আসরে সাত দলের মধ্যে পঞ্চম হওয়া জাবির-মাসুদরা এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।
দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নেপালকে নিয়ে অধিনায়ক বলেন, “ওদের সঙ্গে এর আগেও আমরা কয়েকটি ম্যাচ খেলেছি। ওরাও ভালো দল। তবে আমরা যেহেতু ফাইনাল খেলতে চাই, সেহেতু জয়ই একমাত্র লক্ষ্য।”