পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

ছাতকে রোপা-আমনের বাম্পার ফলন

ছাতক (সুনামগঞ্জ): ছাতকে চলতি বছরে রোপা-আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখন মাঠে দিনভর ধান কাটা ও মাড়াই-ঝাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। এবার রোপা-আমনের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। নবান্ন উৎসবকে সামনে রেখে এখানে গ্রামে-গ্রামে চলছে স্বপ্নের সোনালী ফসল ঘরে তোলার কাজ। চলতি মৌসুমে রোপা-আমন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দ্বিগুনের চেয়ে বেশী উৎপাদন হয়েছে।

দোলারবাজারের কৃষক নজরুল ইসলাম, কালারুকার নুর উদ্দিন, নোয়ারাই সাহবাজ মিয়াসহ একাধিক কৃষক জানান, এ বছর প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা খরায় ফসল ক্ষতিগ্রস্থ হয়নি। যথাযথ পরিচর্যা ও সময়মত সার ব্যবহার করায় ফসল আশানুরূপ হয়েছে। অধিক ফসল উৎপাদনে এখানের কৃষকরা কৃষি ক্ষেত্রে নিয়েছে একাধিক প্রশিক্ষন। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও পর্যাপ্ত সার প্রয়োগের ফলেই তারা কাংখিত ফসল ঘরে তুলতে পারছে। কৃষি অফিসের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে ৪হাজার ২শ’২০ হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও ৯হাজার ৫শ’২০ হেক্টর জমিতে রোপা-আমন ধান অর্জিত হয়েছে।

লক্ষ্যমাত্রার চেয়ে ৫হাজার ৩শ’ হেক্টর অধিক জমিতে আমন চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে উপসী জাতীয় চাষাবাদ করা হয়েছে ৬হাজার ৪শ’ ৭০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩ হাজার ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ করা হয়েছে।

উপসী জাতীয় বিআর-১১ চাষ ৩হাজার ৮শ’৫৫ হেক্টর, বিআর-২০ চাষ ২শ’৮৮ হেক্টর ও বিআর-২২ চাষ ২শ’ ২২হেক্টর, পাজাম জাতীয় ৩৫ হেক্টর, ব্রি ধান-৩২ চাষ ৮৭ হেক্টর, ব্রি ধান-৩৪ চাষ সুগন্ধি ৮হেক্টর, ব্রি ধান-৩৯ চাষ ১শ’১৫ সুগন্ধি, ব্রি ধান-৪৯ চাষ ৯শ’ ৯০ সুগন্ধি, ব্রি ধান-৫২ চাষ ৮শ’৬০ হেক্টর, এবং বিনা ধান-১১ চাষ হয়েছে ১০ হেক্টর জমিতে। স্থানীয় জাতের মধ্যে লতি সাইল ২১০ হেক্টর, গান্ধি ৫হেক্টর, চেংগের মুড়ি ৭শ’৯৬ হেক্টর, মালতী ৩শ’১২ হেক্টর, গোয়ারচর ৪শ’৬১হেক্টর, কালিজিরা ৫শ’৭০ হেক্টর, ময়না সাইল ৩শ’হেক্টর, বিরুইন সুগন্ধি ৩শ’৪৪ হেক্টর, তুলসী মালা ১২ হেক্টর ও নাজির সাইল ৪০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক জানান, কৃষকরাও তাদের প্রশিক্ষন ফসলের মাঠে কাজে লাগিয়েছেন বলেই ভালো ফসল উৎপাদন করা সম্ভব হয়ে

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ,

ছাতকে রোপা-আমনের বাম্পার ফলন

আপডেট টাইম : ০৪:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬

ছাতক (সুনামগঞ্জ): ছাতকে চলতি বছরে রোপা-আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখন মাঠে দিনভর ধান কাটা ও মাড়াই-ঝাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। এবার রোপা-আমনের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। নবান্ন উৎসবকে সামনে রেখে এখানে গ্রামে-গ্রামে চলছে স্বপ্নের সোনালী ফসল ঘরে তোলার কাজ। চলতি মৌসুমে রোপা-আমন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দ্বিগুনের চেয়ে বেশী উৎপাদন হয়েছে।

দোলারবাজারের কৃষক নজরুল ইসলাম, কালারুকার নুর উদ্দিন, নোয়ারাই সাহবাজ মিয়াসহ একাধিক কৃষক জানান, এ বছর প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা খরায় ফসল ক্ষতিগ্রস্থ হয়নি। যথাযথ পরিচর্যা ও সময়মত সার ব্যবহার করায় ফসল আশানুরূপ হয়েছে। অধিক ফসল উৎপাদনে এখানের কৃষকরা কৃষি ক্ষেত্রে নিয়েছে একাধিক প্রশিক্ষন। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও পর্যাপ্ত সার প্রয়োগের ফলেই তারা কাংখিত ফসল ঘরে তুলতে পারছে। কৃষি অফিসের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে ৪হাজার ২শ’২০ হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও ৯হাজার ৫শ’২০ হেক্টর জমিতে রোপা-আমন ধান অর্জিত হয়েছে।

লক্ষ্যমাত্রার চেয়ে ৫হাজার ৩শ’ হেক্টর অধিক জমিতে আমন চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে উপসী জাতীয় চাষাবাদ করা হয়েছে ৬হাজার ৪শ’ ৭০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩ হাজার ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ করা হয়েছে।

উপসী জাতীয় বিআর-১১ চাষ ৩হাজার ৮শ’৫৫ হেক্টর, বিআর-২০ চাষ ২শ’৮৮ হেক্টর ও বিআর-২২ চাষ ২শ’ ২২হেক্টর, পাজাম জাতীয় ৩৫ হেক্টর, ব্রি ধান-৩২ চাষ ৮৭ হেক্টর, ব্রি ধান-৩৪ চাষ সুগন্ধি ৮হেক্টর, ব্রি ধান-৩৯ চাষ ১শ’১৫ সুগন্ধি, ব্রি ধান-৪৯ চাষ ৯শ’ ৯০ সুগন্ধি, ব্রি ধান-৫২ চাষ ৮শ’৬০ হেক্টর, এবং বিনা ধান-১১ চাষ হয়েছে ১০ হেক্টর জমিতে। স্থানীয় জাতের মধ্যে লতি সাইল ২১০ হেক্টর, গান্ধি ৫হেক্টর, চেংগের মুড়ি ৭শ’৯৬ হেক্টর, মালতী ৩শ’১২ হেক্টর, গোয়ারচর ৪শ’৬১হেক্টর, কালিজিরা ৫শ’৭০ হেক্টর, ময়না সাইল ৩শ’হেক্টর, বিরুইন সুগন্ধি ৩শ’৪৪ হেক্টর, তুলসী মালা ১২ হেক্টর ও নাজির সাইল ৪০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক জানান, কৃষকরাও তাদের প্রশিক্ষন ফসলের মাঠে কাজে লাগিয়েছেন বলেই ভালো ফসল উৎপাদন করা সম্ভব হয়ে