জ্বালানী গ্যাসের মজুদ দাড়িয়েছে সাড়ে ১৩ ট্রিলিয়ন ঘনফুটে। আগামী ৮ বছরে এই মজুদ ফুরিয়ে যাবে বলে জানিয়েছে জ্বালানী প্রতিমন্ত্রী। বর্তমানে বার্ষিক চাহিদার অর্ধেক পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে।
গত ২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক গ্যাসের চাহিদা দেখানো হয় ১১৪৭ বিলিয়ন ঘনফুট। আগামী ২০২০ সালে জ্বালানী মন্ত্রণালয় চলমান ব্যবহার ভিত্তি ধরে চাহিদা নির্ধারণ করেছে ১২৭৬ বিলিয়ন ঘনফুট। গত অর্থবছরে গ্যাসের ব্যবহার ছিল বাণিজ্যিক খাতে শূন্য দশমিক ৯২, গৃহস্থালি খাতে ১২ দশমিক ২৬, সিএনজি ৪ দশমিক ৮২, বিদ্যুৎ খাতে ৪১ দশমিক ৩৭, শিল্পে ১৫ দশমিক ৯৮. সরকার কারখানায় ৫ দশমিক ৩৮ , ক্যাপটিভ পাওয়ারে ১৭ দশমিক ৩ আর চা বাগানে শূন্য দশমিক ১৩ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট ২৬টি গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে, যার মধ্যে ২০টি থেকে তোলা হচ্ছে এ অমূল্য প্রাকৃতিক সম্পদ। স্বাধীনতার পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ১৩ দশমিক ৪৮ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস।