
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি হতে তিনজন আটক হয়েছেন। তাদের মধ্যে একজন মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকারী।
ভর্তি জালিয়াতির অভিযোগে তাদের আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার নির্ধারিত দিনে ভর্তি হতে আসলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে দুইজন জালিয়াতির কথা শিকার করে।
আটক শিক্ষার্থীরা হলেন, কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) পঞ্চম স্থান অর্জনকারী আল আমিন, তিনি দর্শন বিভাগে ভর্তি হতে এসেছিলেন। তার বাড়ি নাটোর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জালিয়াতির কথা শিকার করেছেন।
একই অনুষদে ৩৩তম স্থান অর্জনকারী শাহরিয়ার কবির, তিনি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে ভর্তি হতে এসে আটক হন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ থানায়। রংপুর ক্যান্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে জিজ্ঞাসাবাদে তিনি জানান।
একই অনুষদে ৪৩তম স্থান অর্জনকারী হাসিনুল ওহেদুল তুষার। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, রাজউক কলেজ থেকে এইচএসসি পাস করেছেন তিনি। তিনি জালিয়াতির কথা শিকার করে বলেন, তার সঙ্গে সাড়ে ৪ লাখ টাকা চুক্তি হয়েছে এবং ব্যাংকের মাধ্যমে তিনি টাকা পাঠিয়েছেন বলে জানান।
এ বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তারা জালিয়াতি করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরে রবিবার তারা ভর্তি হতে আসলে তাদের তথ্য উপাত্ত আমরা যাচাই-বাছাই করে গড়মিল দেখতে পাই। এজন্য তাদের আটক করি।