কুষ্টিয়া:
সাম্প্রতিককালে গণতন্ত্র নিয়ে মায়া কান্না শুরু করেছেন খালেদা জিয়া। এটা তার শোভা পায় না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার এ মায়া কান্নাকে মাছের মায়ের পুত্র শোক আখ্যায়িত করে ইনু বলেন, তিনি আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে, তারা গণতন্ত্রে বসবাস করবে কিনা এটা জাতির কাছে প্রশ্ন। সুতরাং হত্যা, আগুন সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িতদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান