ঢাকা:
তুরস্কে কায়সেরি শহরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছেন। নিহত সবাই দেশটির সেনাবাহিনীর সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। নিহতের সংখ্যার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা আত্মঘাতী গাড়ি বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। তবে হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
সংগৃহীতসেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সেনা সদস্যদের বহনকারী একটি বাস স্থানীয় বাজার পরিদর্শনের যাওয়ার সময় বোমা হামলার শিকার হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক লোক থাকতে পারেন।
হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সপ্তাহ খানেক আগেও তুরস্কের ইস্তাবুল শহরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর বোমা হামলায় ৪৪ জন নিহত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান