নির্বাচন হ্যাকে রাশিয়া ও পুতিনকে জড়িয়ে করা হোয়াইট হাউজের মন্তব্যকে ‘অশালীন’ বলল রাশিয়া। ক্রেমলিন জানায়, যুক্তরাষ্ট্র প্রমাণ ছাড়া এ ধরণের মন্তব্য করছে যা ‘অশালীন’।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখপাত্র আরো জানায়, তাদের উচিত এ বিষয়ে মুখবন্ধ রাখা, অথবা উপযুক্ত প্রমাণ উপস্থাপন করা।
যুক্তরাষ্ট্রের পাবলিক রেডিও নেটওয়ার্ক এনপিআর’কে বারাক ওবামা জানান, প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনে রাশিয়া হস্তক্ষেপ করার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমাদের এই বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত এবং আমরা নিশ্চয়ই নেব।
যুক্তরাষ্ট্র দাবি করছে, ডেমোক্রেটদের নির্বাচনী প্রচারণার তথ্য কেন্দ্রে রাশিয়ান হ্যাকাররা আক্রমণ চালিয়ে তথ্য চুরি করে। অবশ্য বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়া।
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পও বিষয়টিকে ‘অদ্ভুত’ এবং রাজনৈতিক দাবি বলে উল্লেখ করেছেন। বিবিসি।