পাকিস্তানে ১৩ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সেনাবাহিনী। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এ খবর নিশ্চিত করেছেন। খবর ডন নিউজের।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর প্রকাশ করে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, নিরাপরাধ মানুষ, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর লোকজনদের হত্যা ও জবাই করার অপরাধে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০১৪ সালে পেশোয়ার আর্মি পাবলিক স্কুলে তেহরিক-ই-তালেবান বন্দুকধারীরা হামলা চালিয়ে কমপক্ষে ১৪৪ জনকে হত্যা করে জঙ্গিরা। নিহতদের অধিকাংশই ছিল শিশু। আজ এই গণহত্যার দ্বিতীয় বছর পূর্তি। আর এই দিনেই ১৩ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করার খবর প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।
পেশোয়ার আর্মি স্কুলে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন উমর মনসুর। চলতি বছরের শুরুর দিকে চারসাদ্দা’র বাচা খান বিশ্ববিদ্যালয়েও হামলা চালান তিনি। ১৩ জঙ্গির মধ্যে তিনিও একজন।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, সন্দেহভাজন সন্ত্রাসীরা বাচা খান বিশ্ববিদ্যালয়, প্যারেড লেন মসজিদ, ম্যারিয়ট হোটেল, ওয়ার্ল্ড ভিশন(এনজিও), নাওগাই শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পনা ও হামলা করেছিলেন তারা।
আইএসপিআর জানায়, ৩২৫ জনকে হত্যা এবং ৩৬৬ জনকে আহতের ঘটনায় জড়িত ছিলেন তারা। তাদের আটকের সময় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছিল। মৃত্যদণ্ড কার্যকর হওয়া জঙ্গিদের বিচার সামরিক আদালতে সম্পন্ন হয়েছিল।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ১৩ জঙ্গি হলেন, লতিফ উল্লাহ মেহসুদ, আরাফাত, ওয়াহিদ আলি, আকবর আলি, মোহাম্মদ রিয়াজ, নূর উল্লাহ, আব্দুল রেহমান, মিয়ান সাঈদ রহিম, নূর মোহাম্মদ, শের আলি, সৈয়দ কাসিম শাহ, মোহাম্মদ উসমান, মোহাম্মদ ওয়াকার ফয়সাল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান