নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের বিরুদ্ধে কেন্দ্র দখলের হুমকির অভিযোগ উঠেছে। ভোট প্রদানের সুষ্ঠ পরিবেশের শংকা প্রকাশ করে একজন সাধারন ভোটার নির্বাচনের রিটানিং অফিসারের বরাবরে অভিযোগ করেছেন।
অভিযোগে জানাযায়, সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক প্রকাশ্যে বলে বেড়াচ্ছে সে নির্বাচন কমিশনার ও প্রশাসন ম্যানেজ করেছে। আগমী ২২ ডিসেম্বর নির্বাচনে নির্বাচন কমিশনার, অন্যান্য কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহায়তায় সে কেন্দ্র দখল করে নেবে। অবৈধ ভাবে ব্যালট পেপারে সীল মারতে প্রশাসনই তাকে সহযোগিতা করবে। অভিযুক্ত কাউন্সিলর প্রার্থীর এই রূপ বক্তব্য সিডি আকারে ধারন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। কাউন্সিলর প্রার্থীর এ ধরনের হুমকিতে এলাকার সাধারন ভোটাররা আতংকিত ও সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকিত রয়েছেন বলে জানায়।
অভিযুক্ত কাউন্সিলর ফারুকের বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে সে টাইমস নারায়ণগঞ্জকে বলেন, কারো কাছে যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণ করুক।
তিনি আরো বলেন, নির্বাচনে জয় পরাজয় আছেই। আমি যদি পরাজিতও হই তাহলে অন্যান্য প্রার্থীদের নিয়ে গরু জবাই করে দাওয়াত দিয়ে খাওয়াবো।
এদিকে, নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশনার ও পুলিশ প্রশাসনকে জড়িত করে হুমকি প্রধানকারী এই কাউন্সিরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের ভোটারদের।