রাজধানীর ডেমরার অভ্যন্তরীণ সড়কগুলো কয়েক বছর ধরে যানবাহন ও পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এখানকার রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লাখো যানবাহন চলাচল করলেও রাস্তাগুলো সংস্কারে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ডেমরা নবগঠিত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় এলজিইডি বিভাগের কাজ বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশন করবে বলে জানা গেছে। সিটি কর্পোরেশন বলছে, শিগগিরই রাস্তাগুলো সংস্কার করা হবে। এছাড়া নবগঠিত প্রতিটি ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়ক পর্যায়ক্রমে নির্মাণ করা হবে। রাস্তাঘাট খারাপ থাকায় চরম অস্বস্তিতে রয়েছেন এলাকাবাসী। ডেমরার সাবেক সারুলিয়া, ডেমরা ও মাতুয়াইল ইউনিয়নের প্রায় সব অভ্যন্তরীণ রাস্তার অবস্থা খুবই নাজুক আকার ধারণ করেছে। এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ বছর আগে এখানকার অভ্যন্তরীণ রাস্তাগুলো নির্মিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এখানকার সারুলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ৫০ কিলোমিটার অভ্যন্তরীণ সড়কের মধ্যে বর্তমানে ১৬ কিলোমিটার পাকা থাকলেও ৩৪ কিলোমিটার রাস্তা এখনও কাঁচা। ডেমরা ইউনিয়নের ৩৪ কিলোমিটার সড়কের মধ্যে ২০ কিলোমিটারই কাঁচা। মাতুয়াইল ইউনিয়নের ডেমরা অংশের কোনাপাড়া থেকে বাদশা মিয়া রোড হয়ে বিশ্বরোড পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে পুরোটাই ভাঙাচোরা । সুরকি,পাথর, বালু, পিচ কিছুই নেই।
সরেজমিন দেখা গেছে, ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কের বেশির ভাগই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। কোথাও বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে দুর্ভোগে নাকাল হতে হয় অধিবাসীদের। আর কাঁচা সড়কগুলো মনে হয় গ্রামবাংলার মেঠোপথ। তবে রাস্তার দু’পাশে কোনো গাছপালা নেই। নেই কোনো সড়ক বাতি। তাই রাতের বেলায় বেশির ভাগ এলাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। বছরের ৭ মাস দুর্ভোগের শেষ নেই। তাছাড়া নির্মিত নষ্ট সড়কের সর্বশেষ সংস্কারের নির্দিষ্ট সময় সঠিকভাবে মনে করে বলতে পারছেন না স্থানীয়রা। ইউনিয়ন অভ্যন্তরীণ সড়কের ৩০ কিলোমিটার এলাকার অধিকাংশ গুরুত্বপূর্ণ অংশে সুরকি, পাথর, বালু, পিচ কিছুই নেই। খানাখন্দে ভরা পুরো রাস্তা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অনেক সময় সড়কের খানাখন্দে পড়ে মালবাহী যানবাহন উল্টে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে।
সারুলিয়া ইউপি এলাকার রানীমহল থেকে ভায়া ডগাইর বাজার হয়ে কোনাপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার, স্টাফ কোয়ার্টার এলাকা থেকে বড়ভাঙ্গা হয়ে সাইনবোর্ড পর্যন্ত ৫ কিলোমিটার, বাঁশের পুল থেকে ডগাইর বাজার হয়ে হাবিবুর রহমান মোল্লা সড়ক দিয়ে সাইনবোর্ড পর্যন্ত ৩ কিলোমিটার, বামৈল মাম পাওয়ার থেকে সারুলিয়া গরুর হাট হয়ে পূর্ব বক্সনগর পর্যন্ত ৪ কিলোমিটার, পশ্চিম সারুলিয়া থেকে ঋষিপাড়া হয়ে বাগমারা পর্যন্ত ২ কিলোমিটার, সফুরউদ্দিন মার্কেট সংলগ্ন আমতলা থেকে হাজী রহমত উল্লাহ স্কুল হয়ে মনু মিয়া মার্কেট পর্যন্ত আড়াই কিলোমিটার, বামৈল ডগাইর বোর্ড মিল থেকে মহাকাশ ব্রিজ হয়ে পশ্চিম বক্সনগর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের নাজুক অবস্থা।
ডেমরা ইউপি এলাকার মীরপাড়া মোচর থেকে মালা মার্কেট হয়ে বালু নদের সেতু পর্যন্ত রাস্তা খানাখন্দ আর গর্তে ভরা। এছাড়া মেন্দিপুর থেকে দুর্গাপুর, মোস্তমাজির মোড় থেকে দুর্গাপুর, ধিৎপুর-খলাপাড়া, তাম্বুরাবাদ হয়ে নলছাটাসহ ২৫ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। এসব রাস্তায় বর্তমানে ইট-বালু-খোয়ার কোনো চিহ্নই নেই। একটু বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আর তখনই পথচারী ও এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। এসব দুর্ভোগ দেখার যেন কেউ নেই। ডেমরা রাজধানীর অভ্যন্তরে হওয়া সত্ত্বেও এযাবৎকালে বেশ কিছু সড়ক নির্মিতই হয়নি।
এ বিষয়ে সারুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ শহিদুল ইসলাম বলেন, এ বছরই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনাসহ ডেমরার অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার না করা হলে সামনে ডিএনডির অভ্যন্তরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যাবে এসব এলাকা। শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেয়া প্রয়োজন।
এ বিষয়ে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের ৫নং জোনের নির্বাহী প্রকৌশলী বোরহানউদ্দিন মুঠোফোনে বলেন, রাজধানীর ডেমরা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের অন্তর্ভুক্ত হয়েছে। এখানকার নবগঠিত ওয়ার্ডগুলো নিয়ে সিটি কর্পোরেশন নানারকম উন্নয়নমুখী পরিকল্পনা হাতে নিয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এখানকার অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারসহ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান