অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদ পরবর্তী দুর্ঘটনা রোধে রংপুরে বিআরটিএ’র অভিযান Logo বনানী সড়কে বাস দুর্ঘটনা : অভিযুক্ত বাসের নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ Logo লালমনিরহাটে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত Logo লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ কয়েকজন মাদক ব্যবসায়ী আটক। Logo বিআরটিএ আদালত -৩ এর নেতৃত্বে সায়দাবাদ যাত্রাবাড়ী’তে অভিযান Logo চট্টগ্রাম বিআরটিএ’র বিশেষ অভিযানে ৩৪ মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা Logo কুমিল্লায় মহাসড়কে বিআরটিএ’র অভিযান, ৮ যানবাহনে মামলা Logo ঢাকা-৩০০ ফিট সড়কে বিআরটিএ’র বিশেষ অভিযান Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা

যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২

যশোর: যশোরের নতুন উপশহরের একটি বাড়িতে এক চীনা নাগরিককে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চাং হি সঙ (৪৫)।

ঘটনায় জড়িত অভিযোগে ওই চীনা নাগরিকের দোভাষী এবং ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হাসান পারভেজ ও তার ভাইয়ের ছেলে মুক্তাদির চৌধুরী রাজুকে পুলিশ আটক করেছে। ঢাকায় বাসা থাকলেও ব্যবসার জন্য প্রায়ই ওই চীনা নাগরিককে যশোরে থাকতে হতো। যশোরে তিনি থাকতেন জেইল রোডের বেলতলার এক বাসায়। বুধবার রাতে উপশহরের জেল রোডের ভাড়াবাসায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বেলা সাড়ে ১১টায় তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শস্যা জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ইজিবাইক ব্যবসার টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তিনি আরো জানান, বাড়িটি র্যাব, পুলিশ ও ডিবি ঘেরাও করে রেখেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ্যে একজন ওই চীনা নাগরিকের ব্যবসার কেয়ারটেকার ও দোভাষী নাজমুল হাসান (২২)। অন্যজন তার ভাতিজা মুক্তাদির রহমান রাজু। তাদের দুজনেরই বাড়ি নেত্রোকোনা জেলায়। তিনতলা যে বাড়ি থেকে পুলিশ চেং হি সঙয়ের লাশ উদ্ধার করেছে, তার মালিক মাসুদুর রহমান মিলন জানান, তার বাড়ির নিচতলা গুদাম হিসেবে ব্যবহার করার জন্য সাত মাস আগে ভাড়া নেন ওই চীনা নাগরিক।

পরিদর্শক রফিকুল বলেন, হত্যাকাণ্ড ঘটানোর পর বুধবার রাত ৯টার দিকে ঢাকায় ওই চীনা নাগরিকের স্ত্রী টোমা লাইনকে ফোন করে নাজমুল বলেন, চেং হি সঙকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর টোমা লাইন বিষয়টি ঢাকায় চীনা দূতাবাসকে জানান এবং রাতেই রওনা হয়ে সকালে যশোরে পৌঁছান। এরই মধ্যে ঢাকা থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তোলপাড় শুরু হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ওই গুদামে গিয়ে চিং হি সঙয়ের লাশ পায় পুলিশ। পরিদর্শক রফিকুল বলেন, গ্রেপ্তর দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাদের পোশাকেও রক্তের আলামত দেখা গেছে।

যশোর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পিটিয়ে ও শ্বাস রোধ করে ওই চীনা ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বলেছে, ব্যবসার টাকা-পয়সা লুট করার জন্য গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে তারা এ ঘটনা ঘটায়। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির বলেন, এরই মধ্যে নিহতের স্ত্রী যশোরে এসে পৌঁছেছেন। তিনি যেভাবে লাশ নিতে চান সেভাবেই আমরা পাঠাব। এ সময় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি মন্তব্য করেন। ডিসি ও এসপিসহ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একরামুল হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :

ঈদ পরবর্তী দুর্ঘটনা রোধে রংপুরে বিআরটিএ’র অভিযান

যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২

আপডেট টাইম : ০৪:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬

যশোর: যশোরের নতুন উপশহরের একটি বাড়িতে এক চীনা নাগরিককে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চাং হি সঙ (৪৫)।

ঘটনায় জড়িত অভিযোগে ওই চীনা নাগরিকের দোভাষী এবং ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হাসান পারভেজ ও তার ভাইয়ের ছেলে মুক্তাদির চৌধুরী রাজুকে পুলিশ আটক করেছে। ঢাকায় বাসা থাকলেও ব্যবসার জন্য প্রায়ই ওই চীনা নাগরিককে যশোরে থাকতে হতো। যশোরে তিনি থাকতেন জেইল রোডের বেলতলার এক বাসায়। বুধবার রাতে উপশহরের জেল রোডের ভাড়াবাসায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বেলা সাড়ে ১১টায় তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শস্যা জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ইজিবাইক ব্যবসার টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তিনি আরো জানান, বাড়িটি র্যাব, পুলিশ ও ডিবি ঘেরাও করে রেখেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ্যে একজন ওই চীনা নাগরিকের ব্যবসার কেয়ারটেকার ও দোভাষী নাজমুল হাসান (২২)। অন্যজন তার ভাতিজা মুক্তাদির রহমান রাজু। তাদের দুজনেরই বাড়ি নেত্রোকোনা জেলায়। তিনতলা যে বাড়ি থেকে পুলিশ চেং হি সঙয়ের লাশ উদ্ধার করেছে, তার মালিক মাসুদুর রহমান মিলন জানান, তার বাড়ির নিচতলা গুদাম হিসেবে ব্যবহার করার জন্য সাত মাস আগে ভাড়া নেন ওই চীনা নাগরিক।

পরিদর্শক রফিকুল বলেন, হত্যাকাণ্ড ঘটানোর পর বুধবার রাত ৯টার দিকে ঢাকায় ওই চীনা নাগরিকের স্ত্রী টোমা লাইনকে ফোন করে নাজমুল বলেন, চেং হি সঙকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর টোমা লাইন বিষয়টি ঢাকায় চীনা দূতাবাসকে জানান এবং রাতেই রওনা হয়ে সকালে যশোরে পৌঁছান। এরই মধ্যে ঢাকা থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তোলপাড় শুরু হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ওই গুদামে গিয়ে চিং হি সঙয়ের লাশ পায় পুলিশ। পরিদর্শক রফিকুল বলেন, গ্রেপ্তর দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাদের পোশাকেও রক্তের আলামত দেখা গেছে।

যশোর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পিটিয়ে ও শ্বাস রোধ করে ওই চীনা ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বলেছে, ব্যবসার টাকা-পয়সা লুট করার জন্য গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে তারা এ ঘটনা ঘটায়। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির বলেন, এরই মধ্যে নিহতের স্ত্রী যশোরে এসে পৌঁছেছেন। তিনি যেভাবে লাশ নিতে চান সেভাবেই আমরা পাঠাব। এ সময় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি মন্তব্য করেন। ডিসি ও এসপিসহ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একরামুল হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।