পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

‘যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে’ সুইডেন

স্থানীয় কর্তৃপক্ষকে সম্ভাব্য ‘যুদ্ধের জন্য প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছে সুইডেন। রাশিয়ার আগ্রাসন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিল দেশটি।

ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল কনটিনজেনসিস এজেন্সি (এমএসবি) সব পৌর কর্তৃপক্ষের নিরাপত্তা প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তাঁদের যেকোনো ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যথাযথভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এই পদক্ষেপকে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধে সুইডেনের ফিরে আসা বলে মনে করা হচ্ছে।

সুইডেনের সভেনস্কা ডাগব্লাডেট পত্রিকার বরাত দিয়ে দি ইনিডপেনডেন্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ‘অভিযানের গতি, সিদ্ধান্ত গ্রহণ, তথ্য আদান-প্রদান, সংকটে যোগাযোগ, নমনীয়তা, দৃঢ়তা এবং গোপন তথ্য ব্যবস্থাপনার’ ওপর জোর দেওয়া হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বর মাসে নিজেদের সামগ্রিক প্রতিরক্ষা কৌশল ঘোষণা করে সুইডেন। এমএসবি কর্তৃপক্ষ দেশটির জননিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা, জরুরি ব্যবস্থাপনা এবং বেসামরিক প্রতিরক্ষা নিয়ে কাজ করে। এই সংস্থাটি বলছে, যুদ্ধের প্রস্তুতি নেওয়া মানেই এই না যে সুইডেন যুদ্ধে নেমে গেছে।

এমএসবির একজন মুখপাত্র জানিয়েছেন, হুমকি বাড়তে থাকার কারণে পৌর কর্তৃপক্ষের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘নতুন বিষয়টা হলো আমাদের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সেকারণেই যুদ্ধ ও সংঘাতের বিষয়ে প্রস্তুতি নিতে হচ্ছে আমোদের। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি যেন তাঁরা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং সংকটের মুহূর্তে কী ধরনের আচরণ করতে হবে সে সম্পর্কে আগে থেকেই প্রস্তুত থাকেন।’

সুইডেনের এই কৌশল নতুন নয় বলেও উল্লেখ করেন এই মুখপাত্র। তিনি জানান, স্নায়ুযুদ্ধের সময়ও এভাবে বেসামরিক প্রতিরক্ষা জোরদার করা হয়েছিল।

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে সুইডেনের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করতে গত বছর অতিরিক্ত ৫৩ কোটি ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

‘যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে’ সুইডেন

আপডেট টাইম : ০৪:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬

স্থানীয় কর্তৃপক্ষকে সম্ভাব্য ‘যুদ্ধের জন্য প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছে সুইডেন। রাশিয়ার আগ্রাসন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিল দেশটি।

ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল কনটিনজেনসিস এজেন্সি (এমএসবি) সব পৌর কর্তৃপক্ষের নিরাপত্তা প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তাঁদের যেকোনো ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যথাযথভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এই পদক্ষেপকে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধে সুইডেনের ফিরে আসা বলে মনে করা হচ্ছে।

সুইডেনের সভেনস্কা ডাগব্লাডেট পত্রিকার বরাত দিয়ে দি ইনিডপেনডেন্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ‘অভিযানের গতি, সিদ্ধান্ত গ্রহণ, তথ্য আদান-প্রদান, সংকটে যোগাযোগ, নমনীয়তা, দৃঢ়তা এবং গোপন তথ্য ব্যবস্থাপনার’ ওপর জোর দেওয়া হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বর মাসে নিজেদের সামগ্রিক প্রতিরক্ষা কৌশল ঘোষণা করে সুইডেন। এমএসবি কর্তৃপক্ষ দেশটির জননিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা, জরুরি ব্যবস্থাপনা এবং বেসামরিক প্রতিরক্ষা নিয়ে কাজ করে। এই সংস্থাটি বলছে, যুদ্ধের প্রস্তুতি নেওয়া মানেই এই না যে সুইডেন যুদ্ধে নেমে গেছে।

এমএসবির একজন মুখপাত্র জানিয়েছেন, হুমকি বাড়তে থাকার কারণে পৌর কর্তৃপক্ষের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘নতুন বিষয়টা হলো আমাদের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সেকারণেই যুদ্ধ ও সংঘাতের বিষয়ে প্রস্তুতি নিতে হচ্ছে আমোদের। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি যেন তাঁরা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং সংকটের মুহূর্তে কী ধরনের আচরণ করতে হবে সে সম্পর্কে আগে থেকেই প্রস্তুত থাকেন।’

সুইডেনের এই কৌশল নতুন নয় বলেও উল্লেখ করেন এই মুখপাত্র। তিনি জানান, স্নায়ুযুদ্ধের সময়ও এভাবে বেসামরিক প্রতিরক্ষা জোরদার করা হয়েছিল।

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে সুইডেনের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করতে গত বছর অতিরিক্ত ৫৩ কোটি ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়।