মাকে হাসপাতালে ভর্তি রেখে হত্যা মামলা দায়ের করার ৫ দিন পর অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগম (৫০) মারা গেছেন।
বুধবার সকালে মারা যান তিনি। এর আগে প্রতিপক্ষকে ঘায়েল করতে জীবিত মাকে হাসপাতালের বেডে রেখে থানায় মামলা করেন নিহতের ছেলে। দ্বিতীয় বার মৃত্যুর খবর শুনে অনেকে বিশ্বাস করতে পারেনি।
এ খবরে সারা নরসিংদীতে তোলপাড় শুরু হয়। বিকেলে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এ চাঞ্চল্যকর মৃত্যর ঘটনা। নরসিংদীর কৌতুহলী মানুষ ঘটনার সত্য জানার জন্য সন্ধ্যায় মরদেহ দেখতে দক্ষিণ শিলমান্দী গ্রামে মামতাজ বেগমের বাড়িতে ভিড় জমায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী গ্রামের জাকির হোসেন ও ওমর ফারুক গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৯ ডিসেম্বর সংঘটিত সংঘর্ষে মমতাজ বেগম (৫০) আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতালে জীবিত মাকে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করতে মমতাজ বেগমের ছেলে ওমর ফারুক স্থানীয় দালাল ছানাহ উল্লাহর মাধ্যমে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলাটি তদন্তের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে ওমর ফারুক কান্না জড়িত কণ্ঠে বলেন, অবশেষে আমার মা মারা গেছেন। কথিত দালাল ছানাউল্লাহ জানান, মৃত্যুর খবর সঠিক।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে। যেহেতু মৃত্যুর ঘটনা সঠিক সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে।