বাংলার খবর২৪.কম: মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির (৩৬) নামের এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজার সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে।
নিহত বশির নোয়াখালীর শাহাবুদ্দিনের ছেলে। তিনি মুন্সিগঞ্জের সুখবাসপুরের দেউশার এলাকার সাবা মুন্সীর বাড়িতে ভাড়া থাকতেন। বশির পেশায় রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্র জানা যায়, বিকেলে রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজার সংলগ্ন এলাকার শাহজাহানের নবনির্মিত ভবনে কাজ করেছিলো বশির। এসময় নির্মাণাধীন ওই ভবনের ওপর থাকা বিদ্যুৎ তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির পি পি এম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ওই নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাত ৮টায় মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান