ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, মিয়ানমারে অব্যাহত মুসলিম গণহত্যা, নারী ও শিশুদের ধর্ষণ ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ বন্ধ করে রোহিঙ্গাদের রক্ষা করতে হলে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদেরকে নিজ দেশ মিয়ানমারে নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা করে দিতে বিশ্বমুসলিমকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সংখ্যালঘু মুসলমানদের সকল প্রকার নাগরিক ও মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে আাশ্রয়গ্রহণকারী সকল রোহিঙ্গাকে তাদের স্বদেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও ধর্ষণের বিচার এবং মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে মানবিক বিপর্যয় রোধ এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বন্দোবস্ত করতে হবে।
পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মিয়ানমার অভিমূখে ঘোষিত লংমার্চ বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন যুগ্ম মহাসচিব-অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।