ডেস্ক: বিচারকদের আলাদা শৃঙ্খলা বিধিমালার প্রয়োজন নেই, রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তের একদিন পর শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন করতে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, গেজেট করার জন্য একমাস সময় যথেষ্ট। এই বিষয়ে আমরা কোনও আপস করতে চাই না। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত চাকরির বিধিমালার গেজেট সরকারকে করতেই হবে।
আজ সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আজ সকালে তলব আদেশে আপিল বিভাগে হাজির হন আইন মন্ত্রণালয়ের দুই সচিব আবু সালেহ শেখ মোহম্মদ জহিরুল হক ও শহিদুল হক। আদালতের জিজ্ঞাসার জবাবে আইন ও বিচার বিভাগের সচিব শেখ জহিরুল হক বলেন, আদালত যে আদেশ দেবেন আমরা তাই মেনে নেব।
আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইন মন্ত্রণলায়ের প্রজ্ঞাপনের বিষয়টি আদালতে উপস্থাপন করেন। ঐ প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বিচার বিভাগীয় কর্মকর্তাগণের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও বরখাস্তকরণ, সাময়িক বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রস্তাবিত খসড়া বাংলাদেশ গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নাই মর্মে মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ সিদ্ধান্ত প্রদান করেছেন।
এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আমরা তো বিধিমালার কোনো খসড়া করে দেইনি। আপনারা (আইন মন্ত্রণালয়) এই খসড়া পাঠিয়েছেন মাজদার হোসেন মামলার রায়ের আলোকে কিছু সংশোধন করে দেয়া হয়েছে। অতএব এখানে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে। আর সংসদীয় পদ্ধতিতে আপনার যা পাঠাবেন রাষ্ট্রপতি তাতেই সম্মতি দেবেন।
আদালত বলেন, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ন্যূনতম জ্ঞান থাকলে তারা এটা করতেন না। বিচারকদের শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন বিচারকদের স্বাধীনতার সঙ্গে জড়িত। তাই ১৫ জানুয়ারির মধ্যে সরকারকে এটি করতে হবে।
উল্লেখ্য, রোববার রাতে বিচারকদের আলাদা শৃঙ্খলা বিধিমালা প্রয়োজন নেই বলে মত দেন রাষ্ট্রপতি। বিষয়টি আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় এই আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেন আপিল বিভাগ। সে মোতাবেক সোমবার সকাল ৯টার আগেই দুই সচিব আপিল বিভাগে উপস্থিত হন। এরপর নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার আদালত অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘আমরা লিখিত আদেশ দিচ্ছি না। আপনাকে মৌখিকভাবে বলছি, সোমবার সকাল ৯টায় দুই সচিবকে নিয়ে হাজির হবেন। এটা একটা মেসেজ।’
বিধিমালা প্রণয়নের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো সময় আবেদন করলে আদালত নাকচ করে দিয়ে বলেন, ‘চার সপ্তাহ, দুই সপ্তাহ, এক সপ্তাহ করে আমরা বারবার সময় দিয়েছি। আইনমন্ত্রী নিজে সময় নিয়েছেন। কিন্তু এখনো বিধিমালা প্রণয়ন করেননি। এটা আদালতের কাছে গ্রহণযোগ্য নয়।’আদালত বলেন, ‘বিধিমালা না থাকায় বিচার বিভাগের এমন অবস্থা হয়েছে যে আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না।’
প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাকে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছিলাম। কিন্তু আপনি তা করেননি।’ তখন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং বলেছি।’এর আগে গত ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনার আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ওই নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ওই বিধি সংশোধন, সংযোজন ও বিয়োজন করে তা গেজেট আকারে জারি করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি সিদ্ধান্তের অপেক্ষায় ছিলো। এ নিয়ে বেশ কয়েক দফা সরকারকে সময় দেয় সুপ্রিম কোর্ট। সর্বশেষ বৃহস্পতিবার শুনানিতে আসলে অ্যাটর্নি জেনারেল বিধিমালার গেজেট জারি করতে দুই সপ্তাহ সময় চান। শুনানি শেষে আপিল বিভাগ আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান