বাংলার খবর২৪.কম: অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কায় পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও পৌর জামায়াতের আমির আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে সাদা পোশাকের এক দল পুলিশ তাদের নিজ বাসা থেকে নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মাওলানা ইসহাকের পরিবারের দাবি তাদের বাসা থেকে সাদা পোশাকের একদল পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গ্রেফতার করে নিয়ে যায়।