পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

‘এক চীন নীতি’ না মানলে সম্পর্কচ্ছেদের ইঙ্গিত

ডেস্ক: ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ‘এক চীন নীতি’ নিয়ে প্রশ্ন তোলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছে বেইজিং। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর ফক্স নিউজের সঙ্গের সাক্ষাৎকারে ট্রাম্প ‘এক চীন’ নীতির ব্যাপারে প্রশ্ন তোলায় গভীর উদ্বেগ জানিয়েছে এশিয়ার এই পরাশক্তি। চীন স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছে, ওই এক চীন নীতিই চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি।

২ ডিসেম্বর (রবিবার) তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের ধারাবাহিকতায় রবিবার ফক্স নিউজের সঙ্গের এক সাক্ষাৎকারে আভাস দেন, মার্কিন পররাষ্ট্রনীতি নাটকীয় মোড় নিতে যাচ্ছে। ট্রাম্প ‘এক চীন’ নীতিকে প্রশ্নবিদ্ধ করেন। আভাস দেন ৪৪ বছরের পররাষ্ট্রনৈতিক সম্পর্ক বদলের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন রাখেন, ‘আমি ঠিক বুঝি না, চীনের সঙ্গে বাণিজ্য অথবা অন্যান্য প্রশ্নে যদি চুক্তিই না করা যায়, তাহলে তাদের এক চীন নীতি সমর্থনের কারণটা কী?’

বাণিজ্য ও নিরাপত্তা খাতে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে বহু অমীমাংসিত বিষয় রয়েছে। তবে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়ায় ‘এক চীন নীতি’র ব্যাপারে শর্তহীন মার্কিন সমর্থন দাবি করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয়, ‘এক চীন নীতি’কে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কিংবা নিরাপত্তাজনিত সম্পর্ক নিয়ে দরকষাকষির ক্ষেত্রে ব্যবহার করতে চাইলে তারা কোনওভাবেই তা মেনে নেবে না। ওই নীতির ব্যাপারে শর্তহীন মার্কিন সমর্থনই দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি বলে উল্লেখ করে বেইজিং।

বস্তুত তাইওয়ানকে অখণ্ড চীনের অংশ মনে করার নীতিই এক চীন নীতি। সেই ১৯৭২ সালে চীনের চেয়ারম্যান মাও সে তুং এবং মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মধ্যে ‘এক চীন নীতি’র প্রতি মার্কিন সমর্থনের ব্যাপারে ঐকমত্য হয়। এরপর থেকে কোনও মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি। গত ৪৪ বছরে কোনও মার্কিন প্রেসিডেন্ট এই নীতিকে প্রশ্নবিদ্ধও করেননি একটিবারের জন্যও। তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে চীন। ‘এক চীন’ নীতির মধ্য দিয়ে সেই ধারণাই প্রতিষ্ঠিত করে রেখেছে দেশটি। সেই ‘এক চীন নীতি’র প্রতি ৪৪ বছরের মার্কিন সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোমবার দেওয়া বিবৃতিতে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারের প্রসঙ্গ ধরে বলেন, ‘চীন এ ব্যাপারে অবগত। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি স্পষ্ট করে বলতে চাই, তাইওয়ান ইস্যু চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত। এটি চীনের খুবই গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র ‘এক চীন’ নীতিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়য়ের ভিত্তি বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র মূলত তিন কারণে এক চীন নীতি সমর্থন করে আসছে: প্রথমত, বেইজিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দ্বিতীয়ত, তাইওয়ানকে রক্ষা ও সহযোগিতা করে গণতন্ত্রের পথ রক্ষা এবং তৃতীয়ত, যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে চলা। ১৯৭২ সালে মাও-রিগ্যান সমঝোতার সঙ্গে সঙ্গতি রেখে ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৪ বছরে তাইওয়ানের ব্যাপারে চীনের অবস্থানকে সম্মান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

৪৪ বছরের সেই রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন-এর সঙ্গে ফোনে কথা বলে বিতর্কের ঝড় তুলেছিলেন ট্রাম্প। ওই টেলিফোন আলাপের পর থেকেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে অস্বস্তি বাড়তে থাকে। এ ইস্যুতে বেইজিং প্রথম প্রতিক্রিয়ায় একে ট্রাম্পের অন্তবর্তী প্রশাসনের পররাষ্ট্রনৈতিক বোঝাপড়ার অভাব বলে উল্লেখ করে। পরে ট্রাম্পের আরও সমালোচনা হাজির করে চীন।

এবার ট্রাম্পের রবিবারের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও জানান, চীনের শীর্ষ একজন টূটনীতিক সম্প্রতি লাতিন আমেরিকা সফরে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে অবতরণ করেছিলেন। ট্রাম্পের অন্তবর্তী উপদেষ্টাদের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

‘এক চীন নীতি’ না মানলে সম্পর্কচ্ছেদের ইঙ্গিত

আপডেট টাইম : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬

ডেস্ক: ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ‘এক চীন নীতি’ নিয়ে প্রশ্ন তোলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছে বেইজিং। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর ফক্স নিউজের সঙ্গের সাক্ষাৎকারে ট্রাম্প ‘এক চীন’ নীতির ব্যাপারে প্রশ্ন তোলায় গভীর উদ্বেগ জানিয়েছে এশিয়ার এই পরাশক্তি। চীন স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছে, ওই এক চীন নীতিই চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি।

২ ডিসেম্বর (রবিবার) তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের ধারাবাহিকতায় রবিবার ফক্স নিউজের সঙ্গের এক সাক্ষাৎকারে আভাস দেন, মার্কিন পররাষ্ট্রনীতি নাটকীয় মোড় নিতে যাচ্ছে। ট্রাম্প ‘এক চীন’ নীতিকে প্রশ্নবিদ্ধ করেন। আভাস দেন ৪৪ বছরের পররাষ্ট্রনৈতিক সম্পর্ক বদলের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন রাখেন, ‘আমি ঠিক বুঝি না, চীনের সঙ্গে বাণিজ্য অথবা অন্যান্য প্রশ্নে যদি চুক্তিই না করা যায়, তাহলে তাদের এক চীন নীতি সমর্থনের কারণটা কী?’

বাণিজ্য ও নিরাপত্তা খাতে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে বহু অমীমাংসিত বিষয় রয়েছে। তবে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়ায় ‘এক চীন নীতি’র ব্যাপারে শর্তহীন মার্কিন সমর্থন দাবি করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয়, ‘এক চীন নীতি’কে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কিংবা নিরাপত্তাজনিত সম্পর্ক নিয়ে দরকষাকষির ক্ষেত্রে ব্যবহার করতে চাইলে তারা কোনওভাবেই তা মেনে নেবে না। ওই নীতির ব্যাপারে শর্তহীন মার্কিন সমর্থনই দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি বলে উল্লেখ করে বেইজিং।

বস্তুত তাইওয়ানকে অখণ্ড চীনের অংশ মনে করার নীতিই এক চীন নীতি। সেই ১৯৭২ সালে চীনের চেয়ারম্যান মাও সে তুং এবং মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মধ্যে ‘এক চীন নীতি’র প্রতি মার্কিন সমর্থনের ব্যাপারে ঐকমত্য হয়। এরপর থেকে কোনও মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি। গত ৪৪ বছরে কোনও মার্কিন প্রেসিডেন্ট এই নীতিকে প্রশ্নবিদ্ধও করেননি একটিবারের জন্যও। তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে চীন। ‘এক চীন’ নীতির মধ্য দিয়ে সেই ধারণাই প্রতিষ্ঠিত করে রেখেছে দেশটি। সেই ‘এক চীন নীতি’র প্রতি ৪৪ বছরের মার্কিন সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোমবার দেওয়া বিবৃতিতে ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারের প্রসঙ্গ ধরে বলেন, ‘চীন এ ব্যাপারে অবগত। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি স্পষ্ট করে বলতে চাই, তাইওয়ান ইস্যু চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত। এটি চীনের খুবই গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র ‘এক চীন’ নীতিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়য়ের ভিত্তি বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র মূলত তিন কারণে এক চীন নীতি সমর্থন করে আসছে: প্রথমত, বেইজিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দ্বিতীয়ত, তাইওয়ানকে রক্ষা ও সহযোগিতা করে গণতন্ত্রের পথ রক্ষা এবং তৃতীয়ত, যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে চলা। ১৯৭২ সালে মাও-রিগ্যান সমঝোতার সঙ্গে সঙ্গতি রেখে ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৪ বছরে তাইওয়ানের ব্যাপারে চীনের অবস্থানকে সম্মান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

৪৪ বছরের সেই রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন-এর সঙ্গে ফোনে কথা বলে বিতর্কের ঝড় তুলেছিলেন ট্রাম্প। ওই টেলিফোন আলাপের পর থেকেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে অস্বস্তি বাড়তে থাকে। এ ইস্যুতে বেইজিং প্রথম প্রতিক্রিয়ায় একে ট্রাম্পের অন্তবর্তী প্রশাসনের পররাষ্ট্রনৈতিক বোঝাপড়ার অভাব বলে উল্লেখ করে। পরে ট্রাম্পের আরও সমালোচনা হাজির করে চীন।

এবার ট্রাম্পের রবিবারের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও জানান, চীনের শীর্ষ একজন টূটনীতিক সম্প্রতি লাতিন আমেরিকা সফরে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে অবতরণ করেছিলেন। ট্রাম্পের অন্তবর্তী উপদেষ্টাদের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।