
খুলনা : খুলনার টুটপাড়া সরকারী মডেল প্রাইমারী স্কুলের তিন শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের দপ্তরী কাম নৈশ প্রহরী বাচ্চু হাওলাদারকে আটক করেছে খুলনা থানা পুলিশ।
রবিবার (১১ ডিসেম্বর) সকালে নির্যাতিত ছাত্রীদের অভিভাবকরা স্কুল কতৃপক্ষের কাছে অভিযোগ দায়ের এবং শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করলে উর্ধ্বতন কতৃপক্ষর নির্দেশে পুলিশ বাচ্চু হাওলাদারকে গ্রেফতার করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ৪ ডিসেম্বর স্কুলের ৪র্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে বাচ্চু হাওলাদার ধর্ষণ করে। পরে ছাত্রীটি তার পিতাকে জানালে তার পিতা রবিবার স্কুলের প্রধান শিক্ষক সঞ্চয় সানার কাছে অভিযোগ করেন। ঘটনাটি জানাজানি হয়ে গেলে রবিবার সকালে স্থানীয়রা স্কুল কতৃপক্ষের সামনে বিক্ষোভ করে। এই সময় স্কুলের আরো ২ শিক্ষার্থী বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে একই অভিযোগ করে। এ সময় শিক্ষার্থীদের অভিযোগের পেক্ষিতে পুলিশ বাচ্চু হাওলাদারকে আটক করে।
তিনি আরও জানান এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ৪ ডিসেম্বর ঘটনার শিকার আহত শিশু ছাত্রীটি শিশু সদনে চিকিৎসাধীন রয়েছে।