সিলেট জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এনডিসি-নেজারতকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ নোটিশ সংশ্লিষ্টদের দফতরে পাঠানো হয়।
দুদক সিলেটের উপ সহকারী পরিচালক রঞ্জিত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ও সহকারী কমিশনার (নেজারত) তানভীর আল নাসীফকে এ নোটিশ দেওয়া হয়েছে।
আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এ তিন কর্মকর্তাকে দুদকের কাছে সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, নগরীর উপশহরের বাসিন্দা জনৈক মুজিবুর রহমানের একটি অভিযোগের প্রেক্ষিতে কমিশন থেকে দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মন্ডলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্ত শেষে এ নোটিশ পাঠানো হয়।
রঞ্জিত কুমার কর্মকার বলেন, অভিযুক্তরা হাটবাজার, পাথর কোয়ারি, জলমহাল ইজারা দেওয়ার নামে অবৈধ সম্পদ অর্জন, এলআর ফান্ড ও সিলেট সার্কিট হাউজের টাকা লুটপাট করেছেন। এ জন্য জনৈক মুজিবুর রহমান এ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান