বাংলার খবর২৪.কম : ২০০১ সালে হাওয়া ভবন থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। এ ইতিহাস সবাই জানে। এখন বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকায় বর্তমান সরকারের ৯ মাসে ১৩৮ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্ন ৭৮৪ এর উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সংসদে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ওএসডি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সচিব ১ জন, অতিরিক্ত সচিব ১৪ জন, যুগ্ম-সচিব ৪১ জন, উপসচিব ২২ জন, সিনিয়র সহকারী সচিব ৫০ জন এবং সহকারী সচিব ১০ জন।
তিনি জানান, ১ জানুয়ারি হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মকর্তাদের ওএসডি করা হয়।
বিএনপি জোটের আমলে ৪২ জনকে বাধ্যতামূলক অবসর:
বেগম সানজিদা খানমের তারকা চিহ্নিত প্রশ্ন ৭৮৩ এর উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৪২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মাত্র ৫ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান